April 5, 2016
An alliance bereft of ideology will not achieve anything: Abhishek Banerjee

Trinamool Youth Congress Chairperson Abhishek Banerjee on Sunday addressed rallies in Sainthia, Bolpur and Nanoor, all in Birbhum distirct.
He said that the development the Mamata Banerjee-led Trinamool Congress has brought about in the in West Bengal is unprecedented. The Left Front could achieve only a small fraction of what the Trinamool has achieved.
He also said that the Left-Congress alliance is bereft of ideology and so will not achieve anything.
Abhishek Banerjee exhorted the people to vote the Trinamool Congress to power.
আদর্শবিহীন জোট কখনো কিছু পেতে পারে না: অভিষেক বন্দ্যোপাধ্যায়
তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় রবিবার বীরভূম জেলায় তিনটি প্রচারসভা করেন। এদিন বীরভূমের সাঁইথিয়া, বোলপুর এবং নানুরে তিনটি জনসভা করেন তিনি।
এদিন অভিষেক বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত তৃণমূল কংগ্রেসের একমাত্র হাতিয়ার হল উন্নয়ন। মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র উদ্দেশ্য ছিল ৩৪ বছরের মরুভুমিকে সোনার খনিতে পরিণত করা এবং তিনি তা করে দেখিয়েছেন। গত ৪ বছরে তৃণমূল পরিচালিত সরকার যে উন্নয়ন করেছে গত ৩৪ বছর ক্ষমতায় থেকে সিপিএম তার ১০ শতাংশ কাজও করতে পারেনি”।
সিপিএম-কংগ্রেসের জোটকে ‘ফানুসের জোট’ বলে কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কংগ্রেস নিজেদের পতাকা বিক্রি করে দিয়েছে সিপিএমের কাছে। মানুষ এর জবাব দেবেন গণতান্ত্রিক পদ্ধতিতে।
এদিন যুব কংগ্রেস সভাপতি বলেন বিরোধীরা অপপ্রচার করছে বলে তৃণমূল কংগ্রেস আজ আরও শক্তিশালী হয়েছে। তিনি বলেন, “তৃণমূল কংগ্রেস কোন রাজনৈতিক দল নয়, তৃণমূল কংগ্রেস মানুষের আবেগ, বিশুদ্ধ লোহা, তাকে যত আঘাত করবে সে ততই শক্তিশালী হবে”।