October 18, 2017
After Durga Puja, Kali Puja immersion carnival to become another showpiece event

After the immense success of the Durga Puja immersion carnival, now another immersion carnival, or ‘bishorjon carnival’, has been conceived – for Kali Puja. This would be organised by Kolkata Police from next year, and it has the potential to become another success story.
During a recent meeting between Kolkata Police and Kali Puja organisers at Kala Mandir, this idea was agreed upon, as anything that is good and appreciated by people can take place again and again.
During the meeting, the Kolkata Police commissioner said that from this year, Kali Puja organisers can also avail the Aasaan app (like Durga Puja organisers) to get necessary clearances to organise Kali Puja.
The police requested organisers to spread awareness about the ‘Safe Drive, Save Life’ road safety awareness programme, for which they will provide hoardings.
The police also asked puja committees to take necessary steps so that pandal-hoppers do not face any trouble. With the FIFA Under-17 World Cup in full swing, many foreigners are also expected to visit Kali Puja pandals this year.
আগামী বছর থেকে সেরা কালী পুজো নিয়ে কার্নিভাল করবে কলকাতা পুলিশ
দুর্গাপুজোর মতো এবার সেরা কালীপুজো নিয়ে কার্নিভাল করতে চায় কলকাতা পুলিশ। আগামী বছর থেকেই এই কার্নিভাল শুরু করতে চান কলকাতা পুলিশ কর্তারা।
কলামন্দিরে শহরের কালীপুজো কমিটিগুলির সঙ্গে পুলিশের বৈঠক হয়। অনেক কালীপুজো কমিটি এই কার্নিভালের দাবি জানান। পুলিশ কমিশনার জানান, “দুর্গাপুজোর মতো কালীপুজোর মন্ডপেও -সেফ ড্রাইভ সেভ লাইফ- থিম চালু করুন। এর পাশাপাশি শহরে এখন চলছে যুব বিশ্বকাপ। সেই কারণে প্রচুর বিদেশী শহরে এসেছেন, তাই, দুর্গাপুজোর মতো কালী পুজোতেও ফুটবলের থিম রাখুন।”
এই বৈঠকে কলকাতা পুরসভা, সিইএসসি, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং দমকলের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। দুর্গাপুজোর মতো কালী পুজোতেও এবার থেকে সেরা পুজো বাছতে প্রতিযোগিতার ব্যবস্থা করবে কলকাতা পুলিশ।
Source: Millennium Post