January 19, 2018
Adani group to double their investment in Bengal

The Bengal Global Business Summit (BGBS) 2018 ended on a positive note with 20 lakh job opportunities in the offing.
The second day has started on a bright note with Adani Group promising to double their investment of Rs 750 crore in the state.
Pranav Adani from the group expressed interest to invest in port, agriculture and power sectors today.
Adani said the money would be pumped in to double the capacity of the edible oil refinery at Haldia from 1,600 tonne per day in the next five years. Packaging would also be expanded from 1,200 tonne to 1,800 tonne.
In power sector, Adani said, they are keen on offering their expertise in transmission and renewable energy.
বাংলায় দ্বিগুন বিনিয়োগ করবে আদানি গোষ্ঠী
বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের শেষে ২০ লক্ষ কর্মসংস্থান তৈরী হল রাজ্যে। এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
সম্মেলনের দ্বিতীয় দিনের শুরুতেই আশাপ্রদ খবর নিয়ে এল আদানি গোষ্ঠী। রাজ্যে তাদের বিনিয়োগ (৭৫০ কোটি টাকা) করার কথা জানালেন প্রণব আদানি। বন্দর, কৃষি ও বিদ্যুৎ ক্ষেত্রে বিনিয়োগ করবেন তারা।
হলদিয়ার ভোজ্য তেল শোধনাগারের ক্যাপাসিটি আগামী পাঁচ বছরে দ্বিগুন করতে বিনিয়োগ করা হবে। এখন দৈনিক ১,৬০০ টন ক্যাপাসিটি এই শোধনাগারের। প্যাকেজিংয়ের ক্যাপাসিটিও ১,২০০ টন থেকে ১,৮০০ টন করা হবে।
অচিরাচরিত শক্তি উৎপাদনের ক্ষেত্রেও বিনিয়োগে আগ্রহী আদানি গোষ্ঠী।