Latest News

January 22, 2016

Abhishek Banerjee exhorts the Hills people to bring Trinamool Congress to power

Abhishek Banerjee exhorts the Hills people to bring Trinamool Congress to power

Trinamool Yuva Congress all-India Chairperson Abhishek Banerjee has called for ousting the Gorkha Janamukti Morcha (GJM) and the Bharatiya Janata Party (BJP) from the Hills. He was speaking at a rally at the Sports Authority ground in Mirik near Darjeeling on Wednesday, January 20.

He began by congratulating the people for coming in droves to hear him speak, and said that he would go back and assure Trinamool Congress Chairperson Ms Mamata Banerjee that it is only a matter of time before the party come to power there.

He said that for a long time GJM chief Bimal Gurung has been fooling the people of the Hills, and so is the BJP. Now the time has come for removing them from power. As an example of how the Trinamool Congress works for the people, he cited the case of Bhaichung Bhutia, who, despite losing in the Lok Sabha elections, has worked tirelessly for the people there.

Unlike the BJP, he said the Trinamool works for the development of the State – the way things have changed for the better in the last five years is proof of that. The Trinamool Congress Government has given Rs 15 crore for renovating the lake in Mirik, and make it a better attraction for tourists.

He ended by once again exhorting the people to make sure that they vote Trinamool Congress to power.

 

অভিষেক বন্দ্যোপাধ্যায় পাহাড়ের মানুষকে ডাক দিলেন তৃণমূলকে ক্ষমতায় আনার  জন্য 

তৃণমূল যুব কংগ্রেস সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যপাধ্যায় পাহাড় থেকে মোর্চা এবং বিজেপিকে উৎখেপনের ডাক দিলেন। তিনি মিরিকের স্পোর্টস অথরিটির মাঠ থেকে বক্তৃতা দিচ্ছিলেন গত বুধবার।

উনি মানুষদের ধন্যবাদ দিলেন বহু বাধা অতিক্রম করে তার সভায় আসার জন্য। এখন তিনি ফিরে গিয়ে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আশ্বাস দিতে পারবেন যে তৃণমূলের পাহাড়ে ক্ষমতায় আসার শুধু সময়ের অপেক্ষা।

তিনি বললেন যে বহুদিন ধরে মোর্চা এবং বি জে পি পাহাড়ের মানুষের চোখে ধুলো দিয়ে এসেছে। এখন সময় এসেছে তাদের পাহাড় থেকে উৎখেপন করার। তৃণমূল কংগ্রেস চিরকাল মানুষের পাশে থেকেছে। উদাহারণ হিসেবে বললেন যে ভাইচুং ভুটিয়া লোকসভা নির্বাচন হারা সত্ত্বেও পাহাড়ের মানুষের জন্য কাজ করে এসেছেন।

তৃণমূল চিরকালই মানুষের জন্য কাজ করে এসেছে – গত ৫ বছরের কাজ কাজ দেখেই তা নির্ধারন করা যায়। মিরিক লেকের সংস্ক্রণের জন্য ১৫ কোটি টাকা দিয়েছে।

শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার পাহাড়ের মানুষকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় ফেরানোর জন্য বললেন।