September 15, 2016
A cleaner and greener New Town

New Town is a popular destination where, apart from commercial establishments, many residential flats have come up. The area is also gaining popularity as a cultural and tourist hub, where thousands come on weekends and holidays.
In view of this, it is extremely crucial that the area is kept clean and green. To inculcate good habits amongst the residents, it was decided at a recent joint meeting of West Bengal Housing Infrastructure Development Corporation (WBHIDCO) and New Town Kolkata Development Authority (NKDA) that the employees of employees of Solid Waste Management (SWM) scheme in New Town would be used to create awareness amongst the people through posters and leaflets.
New Town will be divided into 165 clusters of 500 sq m each, and one officer either from WBHIDCO or NKDA would be responsible for looking after the cleanliness drives in a particular area.
The residents would be requested to use bins and not to throw solid waste on the road. The number of bins would be increased from 150 to 450. The number of sweeping groups will be increased and they would be properly monitored through GPS. There are plans to create a robust market framework for buying municipal waste.
The residents would also be made aware of the penal measures which might be needed to be invoked in order to make the scheme effective.
People would be encouraged to do rooftop organic farming and to compost household waste into fertilizers.
The area under New Town would be divided and given to two agencies to foster healthy competition over keeping their respective areas clean. Special attention will be given to areas where markets, food stalls and hotels are situated.
Among the plans proposed at the meeting are a fine of Rs 100 for littering in the open and a fine of Rs 5,000 per day for delay in removal of construction materials from roads.
সবুজে সাজানো হবে নিউ টাউনকে
শহরের সৌন্দর্য ও সবুজায়ন চান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ মাথায় রেখেই ছোট ছোট শহরে সবুজায়ন করার পরিকল্পনা নিয়েছে পুর ও নগরোন্নয়ন দফতর।
বর্তমানে কলকাতায় বাণিজ্য ক্ষেত্রের একটি জনপ্রিয় গন্তব্য নিউ টাউন, তার পাশাপাশি এখানে বেশ কিছু আবাসনও তৈরি হচ্ছে। এখানে একটি সাংস্কৃতিক ও পর্যটন হাব তৈরি হয়েছে যা অল্প সময়ের মধ্যেই খুব জনপ্রিয়তা অর্জন করেছে। ছুটির দিনে প্রায় হাজার খানেক মানুষের গন্তব্যস্থল এই জায়গাগুলি।
এই পরিপ্রেক্ষিতে, অধিবাসীদের মধ্যে ভাল অভ্যাস তৈরি করার জন্য WBHIDCO এবং NKDA যৌথভাবে পোস্টার ও লিফলেটের মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার পরিকল্পনা নিয়েছে।
৫০০ বর্গ মিটার জায়গার মধ্যে ১৬৫ টি ক্লাস্টারে ভাগ করা হবে নিউ টাউনকে। WBHIDCO বা NKDA থেকে একজন করে কর্মকর্তা ওই এলাকাগুলির পরিচ্ছন্নতার দায়িত্বে থাকবে।
ময়লা রাস্তায় না ফেলে ডাস্টবিনে ফেলার জন্য অনুরোধ করা হবে এলাকাবাসীদের। ডাস্টবিনের সংখ্যা ১৫০ থেকে বাড়িয়ে ৪৫০ করা হবে। ঝাড়ুদারদের সংখ্যাও বাড়াতে হবে এবং GPS এর মাধ্যমে তাদের ওপর নজর রাখা হবে। পৌরসভা এই সব বর্জ্য কিনবে সেজন্য একটি কাঠামো তৈরি করার পরিকল্পনা রয়েছে।
বাসিন্দাদের এব্যাপারে সচেতন করা হবে এবং নিয়ম মেনে না চললে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
বাড়ির ছাদে জৈব পদ্ধতিতে চাষ করা এবং বাড়িতেই জৈব সার তৈরি করার জন্য মানুষকে উৎসাহিত করা হবে।
নিউ টাউন অধীনের এলাকাগুলিকে ভাগ করা হবে এবং তাদের নিজ নিজ এলাকার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব দুটি সংস্থার ওপর দেওয়া হবে। যেসব জায়গায় বাজার, খাবারের দোকান, হোটেল রয়েছে সেগুলির ওপর বিশেষ মনোযোগ দেওয়া হবে।