December 17, 2013
পরিচয়পত্র ছাড়া পাওয়া যাবে না অ্যাসিড: অ্যাসিড আক্রমণ রুখতে নিয়ম চালু করল পশ্চিমবঙ্গ সরকার

যে কোনও ধরনের অ্যাসিড কিনতে গেলে এ বার থেকে সচিত্র পরিচয়পত্র দেখাতে হবে। দোকানদারকেও খাতায় লিখে রাখতে হবে ক্রেতার নাম, ঠিকানা। অ্যাসিড আক্রমণ রুখতেই এ বার থেকে এমনই নিয়ম চালু করল পশ্চিমবঙ্গ সরকার।
এই বিধিনিষেধ ঠিক মতো মানা হচ্ছে কি না, তা দেখার জন্য কলকাতা পুলিশ ও জেলা প্রশাসনকে দায়িত্ব দেওয়া হয়েছে। গত ৩০ নভেম্বর এই নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই তা কলকাতা পুলিশ ও জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে।
শুধু দোকান নয়, শিক্ষাপ্রতিষ্ঠানের গবেষণাগারে অ্যাসিড ব্যবহারের ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ওই নির্দেশিকায় বলা হয়েছে, সেখানেও দোকানের মতোই একটি খাতা রাখতে হবে। কে কে অ্যাসিড ব্যবহার করছেন তার বিস্তারিত হিসাব ওই খাতায় লিখে রাখতে হবে। বিষয়টি দেখভালের জন্য এক জন `অ্যাসিড কিপার` রাখতে হবে।
বিভিন্ন জায়গায় অ্যাসিড দিয়ে আক্রমণের সংখ্যা বাড়তে থাকায় সুপ্রিম কোর্ট প্রতিটি রাজ্যকে বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করতে বলে। এর পরেই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নেয়।
এই নয়া নির্দেশকে স্বাগত জানান অনেকে। জলপাইগুড়ি সদরের মহকুমাশাসক সীমা হালদার বলেন, `এই নির্দেশ অ্যাসিড বিক্রির উপর একটা নিয়ন্ত্রণ আনবে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীদের সচেতন করতে বিজ্ঞাপন দেওয়ার কথাও ভাবছি। যেমন নির্দেশ পাব, তেমনিই পদক্ষেপ করা হবে।` খড়্গপুরের মহকুমাশাসক আর বিমলা বলেন, `এই সিদ্ধান্তকে স্বাগত। এর ফলে, অনেক অপ্রীতিকর ঘটনা আটকানো যাবে।` মেদিনীপুর সদরের মহকুমাশাসক অমিতাভ দত্তও বলেন, `নির্দেশিকা অনুযায়ী কাজ হবে।` কলকাতা পুলিশের ডেপুটি কমিশনারদের একাংশও মনে করেন, এই নির্দেশে কিছুটা কাজ হবে। কয়েকটি দোকানে তল্লাশি চালালেই দোকানদারদের মধ্যে ভয় তৈরি হবে বলে তাঁদের ধারণা।
নির্দেশিকা
- ক্রেতার নাম-ঠিকানা ও বিক্রি হওয়া অ্যাসিডের পরিমাণ লিখে রাখতে হবে।
- সচিত্র সরকারি পরিচয়পত্র না থাকলে অ্যাসিড কেনা যাবে না।
- কেন অ্যাসিড কিনছেন, তাও দোকানদারকে লিখে রাখতে হবে।
- ১৮ বছরের কম বয়সী কোনও ক্রেতাকে অ্যাসিড বিক্রি করা যাবে না।
- কলকাতা পুলিশ ও জেলায় মহকুমাশাসক ১৫ দিন অন্তর অ্যাসিড বিক্রির হিসাব দেখবেন।
- কোনও দোকানদার এই নিয়ম না মানলে, ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা।