January 17, 2018
20 lakh jobs to be created: Mamata Banerjee after BGBS 2018 conclusion

Investment proposals worth nearly Rs 2.2 lakh crore were received at Bengal Global Business Summit, 2018, Chief Minister Mamata Banerjee announced. The figures are expected to go up, she commented.
The CM also mentioned that based on the proposals received, 20 lakh jobs will be created in sectors like Manufacturing, IT, Cement, Services, Tourism, Infrastructure, Skill Development, Health & Education. She also said that Bengal was facing legacy issues but accountability, transparency and dedication were the credentials of her government.
The next edition of the summit will be held on 7-8 February, 2019.
Highlights of the Chief Minister’s speech:
Thank you so much for joining us on the second day of the summit. I extend warm welcome to all the delegates from all over the world.
It is because of your humble, kind presence that this summit became so hugely successful. Your presence is our inspiration.
We are deeply honoured by the presence of all the foreign delegates. We want to congratulate all of you. More than 4000 delegates from 32 countries participated.
Without a vision, the world cannot survive.
Over 1040 B2B meetings took place in these two days. B2G meetings also took place. 110 MoUs will be signed. This is a great achievement.
Bengal is the gateway to NE India and ASEAN countries. I have already spoken about it. Bengal has a strategic location.
Within two years, connectivity in Bengal will be exceptional with the metro network.
Bengal is the cultural capital. We are a hub of education.
We are No. 1 in skill development, MSME, agriculture, e-governance. In ease of doing business, we are No. 1 in India.
For 34 years, Left Front Govt ruled Bengal. We are facing a legacy. Our accountability, transparency and dedication is our credibility.
We have land bank, land use policy, land map. We have export policy, agriculture policy, business policy, tourism policy.
We maintain the best of relations with the industry. Our captains of industry are our ambassadors.
We have received investment proposals worth about Rs 2.2 lakh crore. This figure will only go up.
Based on the proposals received, more than twenty lakh employment will be generated in several sectors, including mobile, manufacturing and startups.
Bengal government is a friendly government. We are ready to extend all cooperation.
Industry and agriculture are equally important. We give priority to both.
On 7 February, 2019, we will organise World Business Summit. On 8 February, 2019, we will organise the conclave.
Consider Bengal as your home. Come to Bengal and invest here.
২০ লক্ষ কর্মসংস্থান হবে: মমতা বন্দ্যোপাধ্যায়
২০১৮ সালের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে প্রায় ২.২ লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় দিনে একথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সংখ্যা আরো বাড়তে পারে বলেn মুখ্যমন্ত্রী।
প্রাপ্ত প্রস্তাবের উপর ভিত্তি করে সব মিলিয়ে প্রায় ২০ লক্ষ কর্মসংস্থান হবে। উৎপাদন, আইটি, সিমেন্ট, সেবা, পর্যটন, পরিকাঠামো, দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে কর্মসংস্থান হবে।
আগামী বছর বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন হবে ৭ ও ৮ ই ফেব্রুয়ারি।
তাঁর বক্তব্যের কিছু বিষয়:
আজ বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় দিন। উপস্থিত সকলকে অনেক অনেক ধন্যবাদ। সারা বিশ্বের সকল প্রতিনিধিদের আমি স্বাগত জানাই।
আপনাদের উপস্থিতি এই সম্মলনকে সফল করে তুলেছে। আপনাদের উপস্থিতি আমাদের অনুপ্রেরণা।
৩২ টি দেশের ৪০০০ এরও বেশি প্রতিনিধি এখানে অংশগ্রহণ করেছেন, এটা আমাদের কাছে গর্বের বিষয়। সকলকে আমার অনেক অভিনন্দন।
এই দুই দিনে ১০৪০ এরও বেশি বিটুবি বৈঠক হয়েছে। বেশ কিছু বিটুজি বৈঠকও হয়েছে। ১১০ টি মউ স্বাক্ষরিত হবে। এটি একটি বিশাল পাওনা.
বাংলা হল উত্তর পূর্ব ও আশিয়ান দেশগুলির গেটওয়ে। একথা আমি আগেও বলেছি। বাংলার ভৌগোলিক অবস্থান গুরুত্বপূর্ণ।
২ বছরের মধ্যে মেট্রো নেটওয়ার্ক সম্প্রসারণের মাধ্যমে বাংলার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে।
বাংলা সংস্কৃতির পীঠস্থান। শিক্ষার একটি হাব আমাদের রাজ্য।
দক্ষতা বিকাশ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্ষেত্রে, কৃষি, ই-গভর্র্ন্যান্স ও শিল্প গড়ার সুবিধায় ভারতের মধ্যে বাংলা ১ নম্বরে।
৩৪ বছর বাংলায় অপশাসন চালিয়েছে বাম সরকার। বিশ্বাসযোগ্যতা, স্বচ্ছতা এবং দায়িত্বশীলতা – আমাদের মন্ত্র।
আমাদের ল্যান্ড ব্যাংক, ল্যান্ড পলিসি রয়েছে। এছাড়া আমাদের এক্সপোর্র্ট নীতি, কৃষি নীতি, বাণিজ্য নীতি ও পর্যটন নীতিও রয়েছে।
শিল্পপতিদের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো। শিল্পপতিরাই আমাদের অ্যাম্বাসেডর।
এবছর প্রায় ২.২ লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। এই সংখ্যা আরো বাড়বে।
প্রাপ্ত প্রস্তাবের উপর ভিত্তি করে, মোবাইল, উত্পাদন এবং স্টার্ট আপ সহ বেশ কয়েকটি সেক্টরে ২০ লাখেরও বেশি কর্মসংস্থান হবে।
বাংলার সরকার বন্ধু সরকার। আমরা সব রকম সহযোগিতা করতে প্রস্তুত।
কৃষি ও শিল্প দুইই সমান গুরুত্বপূর্ণ।
আগামী বছর বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন হবে ৭ ও ৮ ই ফেব্রুয়ারি। ৭ ই ফেব্রুয়ারি হবে বিশ্ব বাণিজ্য সম্মেলন আর ৮ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে কনক্লেভ।
বাংলায় আসুন। বিনিয়োগ করুন, শিল্প গড়ুন।