February 16, 2018
10 more fire stations to come up across Bengal by end of 2018

To boost the firefighting infrastructure in the state, the Fire and Emergency Services Department will set up 10 more fire stations across the state by the end of 2018.
Some of the places where the fire stations would come up are Madhyamgram and Lalkuthi (Barrackpore) in North 24 Parganas district, Kakdwip in South 24 Parganas district, Contai in Purba Medinipur district and Dankuni in Hooghly district.
It may be mentioned that there are 131 fire stations in the 23 districts of the state. So, by the end of the year, the number would rise to 141.
২০১৮ সালের মধ্যে আরও ১০টি দমকল কেন্দ্র রাজ্যে
অগ্নি নির্বাপণ পরিকাঠামোকে আরও মজবুত করতে ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস ডিপার্টমেন্ট আরও ১০টি দমকল কেন্দ্র তৈরী করবে রাজ্য জুড়ে।
এই ১০টি জায়গার মধ্যে আছে উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রাম, ব্যারাকপুরের লালকুঠি, দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ, পূর্ব মেদিনীপুরের কাঁথি, হুগলী জেলার ডানকুনি।
প্রসঙ্গত, রাজ্যের ২৩টি জেলায় ১৩১টি দমকল কেন্দ্র আছে। ২০১৮ সালের শেষে এই সংখ্যা ১৪১য়ে পৌঁছবে।
Source: Millennium Post