#বাতেলাবাজ বিজেপি

২০১৪ সাল থেকে, মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকার দেশকে বিভ্রান্ত করেছে। আমরা বিজেপির মিথ্যে দাবিগুলি যাচাই করতে কেন্দ্রের নিজস্ব তথ্য ব্যবহার করেছি।


আর্থিক সাহায্য

আর্থিক সাহায্য

বিজেপির দাবি

কেন্দ্র বাংলাকে ৪.৪ লক্ষ কোটি টাকা দিয়েছে -অমিত শাহ

বাস্তব

বাংলার ওপর ৩,৪৫,৫৭৭ কোটি টাকার ঋণের বোঝা, কেন্দ্র কোনরকম সাহায্য করে না। ২০১৮ অর্থবর্ষে আমরা ৪৭ হাজার কোটি টাকা ঋণ শোধ করেছি। সব উন্নয়নের কাজ হচ্ছে রাজ্যের নিজস্ব অর্থ দিয়ে

আয়ুষ্মান ভারত

আয়ুষ্মান ভারত

বিজেপির দাবি

‘আয়ুষ্মান ভারত‘ প্রকল্পের আওতায় ৫০ লক্ষ মানুষ উপকৃত হতে পারতো, কিন্তু বাংলা বঞ্ছিত হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য -অমিত শাহ

বাস্তব

বাংলায় ‘স্বাস্থ্য সাথী‘ প্রকল্পে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা দেওয়া হয়। সরকারি হাসপাতালে সকলের বিনামূল্যে চিকিৎসা করা হয়

পুজো

পুজো

বিজেপির দাবি

বাংলায় দুর্গা পুজো, সরস্বতী পুজো হয় না -অমিত শাহ

বাস্তব

গত বছর সারা রাজ্যে ২৮০০০টি দুর্গা পুজো হয়েছে। বাংলার ১০,০০০ স্কুলে সরস্বতী পুজো হয়

কয়লা ব্লকের

কয়লা ব্লকের

বিজেপির দাবি

২০১৫ সালের মোদী সরকার একটি প্রেস বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়েছিল যে কেবলমাত্র ৩৩টি কয়লা ব্লকের নিলাম থেকে ২লাখ কোটি টাকা এসেছে

বাস্তব

ফেব্রুয়ারী ২০১৬-জুলাই ২০১৮ অবধি, কেন্দ্র সংগ্রহ করে কেবলমাত্র ৫৬৮৪ কোটি টাকা রাজ্যকে হস্তান্তর করেছে, অর্থাৎ সরকার যা দাবি করেছে তার তুলনায় ৩% এরও কম

জ্বালানি তেল

জ্বালানি তেল

বিজেপির দাবি

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে কেন্দ্রর থেকে বেশি রাজ্য উপকৃত হয়

বাস্তব

সরকারের নিজস্ব তথ্য বলছে ২০১৪-১৫ সাল থেকে কেন্দ্রের জ্বালানি কর রাজস্ব ১৩০% বৃদ্ধি পেয়েছে অথচ রাজ্যের বৃদ্ধি পেয়েছে কেবলমাত্র ৩৪%

আয়ুষ্মান ভারত

আয়ুষ্মান ভারত

বিজেপির দাবি

আয়ুষ্মান ভারত প্রকল্প সব ভারতীয়দের জন্য উন্নত মানের স্বাস্থ্যপরিষেবা প্রদান করবে

বাস্তব

কেন্দ্রের তথ্য অনুযায়ী আয়ুষ্মান ভারত প্রকল্পের অন্তর্ভুক্ত ৬৬% হাসপাতাল এর কোয়ালিটি ট্যাগ নেই।৭৩% বিশ্ব মানের পরিকাঠামোযুক্ত বেসরকারি হাসপাতাল গুলি মোদির প্রকল্পকে প্রত্যাখ্যান করেছে

গম (রবি) ও চাল (খরিফ)

গম (রবি) ও চাল (খরিফ)

বিজেপির দাবি

কিছু নির্দিষ্ট ফসলের এমএসপি ১.৫গুণ বাড়িয়ে দেওয়ায় দেশে কৃষকের আয় দ্বিগুণ হয়েছে

বাস্তব

কৃষি বিভাগের তথ্য দেখাচ্ছে যে এমএসপিতে সরকার মাত্র ১/৩ ভাগ গম (রবি) ও চাল (খরিফ) কিনেছে

তেল বন্ড

তেল বন্ড

বিজেপির দাবি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন এনডিএ সরকার ১.৩ লক্ষ কোটি টাকার তেল বন্ডের অপরিশোধিত বকেয়া প্রদান করেছে

বাস্তব

২০১৭-১৮ এর প্রাপ্তি বাজেট অনুযায়ী, এনডিএ শুধুমাত্র ৪৩,৭০০ কোটি টাকা পরিশোধ করেছে

কৃষিজ উৎপাদন

কৃষিজ উৎপাদন

বিজেপির দাবি

নির্দিষ্ট কিছু ফসলের জন্য কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য হিসেবে ১.৫ গুণ ইনপুট খরচ প্রদান করা হবে

বাস্তব

মূখ্য কৃষিজ উৎপাদনের বাজার মূল্য প্রায় ৬০% এমএসপি এর নিচে নেমে গেছে

ডিবিটি

ডিবিটি

বিজেপির দাবি

ডিবিটি-র কারণে প্রতি বছর ৯০ হাজার কোটি টাকা সঞ্চয় হয়

বাস্তব

প্রতি বছর নয়, সরকারি তথ্য অনুযায়ী ২০১৮ সালের মার্চ মাস পর্যন্ত মোট সঞ্চয়ের পরিমাণ ৯০ হাজার কোটি টাকা

ফসল বিমা যোজনা প্রকল্প

ফসল বিমা যোজনা প্রকল্প

বিজেপির দাবি

প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা প্রকল্পের সফলতায় উপকৃত হয়েছে কৃষক

বাস্তব

‪ফসল বীমা যোজনা নিয়ে আরটিআই এর পরিসংখ্যান বলছে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা শুরু হওয়ার পর থেকে কৃষকদের প্রাপ্য ২৮০০ কোটি টাকা এখনও বকেয়া রেখেছে কোম্পানিগুলি। ২ মাসের নিষ্পত্তির সময়সীমাও পার হয়ে গেছে। কিন্তু, বকেয়া মেটানো হয়নি

আয়ুষ্মান ভারত

আয়ুষ্মান ভারত

বিজেপির দাবি

আয়ুষ্মান ভারত প্রকল্প একটি  'গেম চেঞ্জার'

বাস্তব

প্রকল্পটি চালুর কয়েক মাস পরেও ৭৪% গ্রামীণ বিশেষজ্ঞ চিকিৎকের পদ খালি রয়েছে

ফসল বীমা যোজনা

ফসল বীমা যোজনা

বিজেপির দাবি

২০১৮-১৯ সালের মধ্যে কেন্দ্রর লক্ষ ১০০ মিলিয়ন হেক্টর জমিকে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা প্রকল্পের অধীনে আনা

বাস্তব

মাত্র ৪৯ মিলিয়ন হেক্টর জমি প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা প্রকল্পের আওতায়, কেন্দ্রের ২০১৮-১৯ সালের লক্ষ্যমাত্রার অর্ধেক

দেশের বেকারত্ব

দেশের বেকারত্ব

বিজেপির দাবি

ভারতে অভূতপূর্ব কর্মসংস্থানের সুযোগ তৈরী হয়েছে

বাস্তব

সিএমআইই-র সমীক্ষা অনুযায়ী, ২০১৮ সালে ১.১ কোটি ভারতীয় চাকরি হারায়। ডিসেম্বর, ২০১৮-য় দেশের বেকারত্বের হার ছিল ৭.৪%, যা গত ১৫ মাসে সর্বোচ্চ

মুদ্রা যোজনা

মুদ্রা যোজনা

বিজেপির দাবি

প্রধানমন্ত্রী মোদীর মুদ্রা যোজনা সফল

বাস্তব

অর্থমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, ক্ষুদ্র ঋণ প্রকল্পে খারাপ ঋণের বেড়েছে ৯২% (২০১৬-১৭ সালে ৩,৭৯০.৩৫ কোটি থেকে ২০১৭-১৮ সালে ৭,২৭৭.৩১ টাকা)