October 24, 2018
পঞ্চায়েতে জয়ী উন্নয়নই – সুব্রত মুখোপাধ্যায়

“বাংলার পঞ্চায়েত পথ দেখিয়েছে সারা দেশকে। আমরা এগিয়েছি পঞ্চায়েতের পথ ধরে। গ্রাম-বাংলার উন্নতি হয়েছে। এর পিছনে দফতরের কর্মী-আধিকারিক বা অগণিত মানুষের চেষ্টা-শুভেচ্ছা রয়েছে। কিন্তু বড় কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য নেতৃত্ব। তিনি আমাদের দিশা দেখিয়েছেন। তিনি পথ নির্দেশ করে দিয়েছেন। আর সেই পথেই এগিয়ে আমরা বিশ্বসেরা। শুভেচ্ছা প্রত্যেককে। আমাদের এগিয়ে চলার পথ যেন আরও মসৃণ হয়। আমরা যেন নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙে এগিয়ে যেতে পারি। আসলে, রাজ্যকে পিছনের দিকে টেনে নেওয়ার লোকের অভাব নেই। প্রতি মুহূর্তে এই শ্রেনির মানুষ আমাদের সামনে এসে পড়ে। তবে উন্নয়নের প্রবল ইচ্ছা ও নিষ্ঠা কোনও বাধাই প্রতিবন্ধকতার কাঁটা হিসাবে দাঁড়াতে পারে না।”
To read the full article, click here >>
এই প্রবন্ধের বাকি অংশটুকু পড়তে হলে ক্লিক করুন এখানে >>