Latest News

October 20, 2018

কান্ডারির কলম – মমতা বন্দোপাধ্যায়

কান্ডারির কলম – মমতা বন্দোপাধ্যায়

“পুজো এসে গেল। সুনীল আকাশ। মাঠে কাশ ফুল। বাতাসে শিউলির গন্ধ। জাগো মা। তুমি জাগো। প্রতি বছর আমাদের দলের মুখপত্র ‘জাগো বাংলা’র উৎসব সংখ্যার জন্য একটা ছোট্ট লেখা লিখতে হয়। ‘জাগো বাংলার’ এডিটর হিসাবে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা আমার আছে। সুতরাং আমাদের এই পত্রিকার প্রতি একটা আবেগ সবসময় কাজ করে। আমি ‘জাগো বাংলা’র নিয়মিত পাঠক। আজকে যখন দেখি ‘ফেকনিউজ’ এর সমাহার, তখন আমি গর্ব করে বলতে পারি, আমাদের পত্রিকা নির্ভিক। কুৎসা, ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদের হাতিয়ার। উন্নয়নের কথা, সমাজের কথা, মানুষের কথা ‘জাগো বাংলা’র থিম। বিভেদনয়, আমরা বলি ঐক্যবদ্ধ ভারত। সর্ব ধর্ম সমন্বয়। সবাইকে শারদ শুভেচ্ছা জানিয়ে মা-মাটি-মানুষের করকমলে নিবেদন করলাম আমার এই ছোট রচনা। জীবনের অভিজ্ঞতা থেকে পাওয়া কিছু স্মৃতি, কিছু না-বলা কথা।”

To read the full article, click here

এই প্রবন্ধের বাকি অংশটুকু পড়তে হলে ক্লিক করুন এখানে