Latest News

October 17, 2018

আতঙ্ক আর আশঙ্কায় দিন কাটছে ভারতের – ডঃ কাকলি ঘোষদস্তিদার

আতঙ্ক আর আশঙ্কায় দিন কাটছে ভারতের – ডঃ কাকলি ঘোষদস্তিদার

“ভয়ংকর এক সময়ের মধ্যে দিন কাটছে ভারতের। মানুষের ‘আছে দিন’-এর স্বপ্ন দেখিয়ে ভোট শুরু করা নরেন্দ্র মোদির প্রতিটা পদক্ষেপই যে আসলে এই দেশের মানুষকে টুঁটি টিপে ধরার একটা চাল, এতদিনে সকলেই তা স্পষ্ট বুঝে গিয়েছেন। মোদীর ভারত যে ক্রমেই এক ভয়ের ভারত হয়ে উঠেছে তার অসংখ্য প্রমাণ পাওয়া গিয়েছে কেন্দ্রে বিজেপি দলটি ক্ষমতাসীন হওয়ার পর থেকেই। গোটা দেশের মাত্র ২৯ শতাংশ মানুষের ভোটে কেন্দ্রের গদি দখল করতে পেরেছেন নরেন্দ্র মোদি। কিন্তু ৬১ শতাংশ মানুষ সেদিনও তাকে ভোট দেননি, আর আজ সেই সংখ্যাটা কোথায় গিয়ে পৌঁছেছে, সেটা বেশ ভালই উপলব্ধি করতে পেরেছেন মোদি, অমিত শাহরা। তাই তাঁদের মানুষকে বোকা বানিয়ে আরো পিষে মারার ভয় দেখিয়ে কণ্ঠ রোধ করার অপচেষ্টা দিন দিন প্রবল গতিতে বেড়েই চলেছে।”

To read the full article, collect your copy of ‘Jago Bangla Festive Edition 2018’ from the Jago Bangla stall at your nearest Durga Puja. The e-paper of the special edition will be available online on Bijoya Dashami.

এই প্রবন্ধের বাকি অংশটুকু পড়তে ‘জাগো বাংলা উৎসব সংখ্যা ১৪২৫’ সংগ্রহ করুন আপনার নিকটতম দুর্গাপুজো মণ্ডপের জাগো বাংলা স্টল থেকে। বিজয়া দশমীর পর অনলাইনে পাওয়া যাবে ‘জাগো বাংলা উৎসব সংখ্যা ১৪২৫’।