Latest News

May 12, 2018

Seven years of Poriborton: Bengal now the model in development and governance 

Seven years of Poriborton: Bengal now the model in development and governance 

May 13 is one of the most important dates in the electoral history of Trinamool Congress. For on this date in 2011, Mamata Banerjee led the party in breaking down the 34-year-old Left citadel and coming to power; again in 2016, on this date, the party returned to power for a second consecutive term, again with a thumping majority.

The mandate of Ma, Mati, Manush has prevailed.

Seven years of running a cash-strapped Government is an inhuman job. However, Bengal Chief Minister Mamata Banerjee has proved more than equal to the task.

Despite a lion’s share of the State’s revenues being taken away by the Centre to service the debt incurred by the Left Front Government, Mamata Banerjee has carried out development in every sector in the State. Unthinkable, yet true.

What has the Government achieved in these seven years? Democracy, peace and progress. Mamata Banerjee has given confidence to the people. There is hope in the air that Bengal can be the best; and it, slowly but surely, is inching its way to the top. From fair price medicine shops to the Kanyashree Scheme, from setting records under the 100 Days’ Work Scheme to massive developments in the Jangalmahal region, Bengal is a national model now.

Seven years ago, Bengal had little to boast about. Now it can boast of Brand Bengal, or Biswa Bangla. Trinamool Congress raised the slogan ‘bodla noy, bodol chai‘ (‘we want change, not revenge’) and has lived up to the principle during the last six years.

 

 

পরিবর্তনের ৭ বছর – বিশ্ব সেরা বাংলা

 

১৩ই মে বাংলার মানুষের কাছে এক ঐতিহাসিক দিন। ২০১১ সালে এই দিনেই বাংলার জনগণের রায়ে ৩৪ বছরের বাম অপশাসনের অবসান ঘটে। ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার। ২০১৬ সালে আবারও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফেরেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিপক্ষদের কুৎসা, অপপ্রচার ও সন্ত্রাসকে জনগণের সাহায্যে পরাস্ত করে।

রাজ্য রাজ্যবাসীর উন্নয়নের প্রতি কতটা দায়বদ্ধতা থাকলে সাত বছর ধরে এই বিপুল দেনার বোঝা বহন করেও এই সার্বিক উন্নয়ন সম্ভব, সেটা প্রমাণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বামেদের করা ঋণ শোধের জন্য প্রত্যেক বছর এক বিপুল পরিমান অর্থ রাজ্যের কোষাগার থেকে কেটে নিয়ে যাচ্ছে কেন্দ্র সুদ বাবদ। তার ওপর আবার রাজনৈতিক প্রতিহিংসার ফলে রাজ্যের বরাদ্দ অর্থ ঠিকমত পাঠায় না কেন্দ্র। তবুও একনিষ্ঠ ভাবে মা, মাটি, মানুষের সরকার কাজ করে চলেছে রাজ্যের প্রতি ক্ষেত্রে উন্নয়নের জন্য।

বাংলায় গণতন্ত্র স্থাপন হয়েছে। শান্তি ফিরেছে জঙ্গলমহলে। পাহাড়েও উন্নয়নের হাওয়া। একশো দিনের কাজ থেকে শুরু করে কন্যাশ্রী, ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে শুরু করে নির্মল বাংলা অভিযান, ই-গভর্ন্যান্স থেকে কৃষি – সবেতেই সেরা বাংলা।

বাংলা এখন সারা বিশ্বের কাছে একটি মডেল। মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্ন দেখেছেন বিশ্ব বাংলা গড়ার। ‘বদলা নয় বদল চাই’ এর স্লোগান দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল সেই ২০১১ সালে এখন তা বাংলাকে বিশ্ব সেরা করার অঙ্গীকারে পরিবর্তিত হয়েছে।