Latest News

May 5, 2018

BJP has not kept its promises: Abhishek Banerjee

BJP has not kept its promises: Abhishek Banerjee

National President of All India Trinamool Youth Congress, Abhishek Banerjee addresses a huge mass rally at Kechenda High School at Khatra on Friday where he slammed the BJP for not fulfilling the promises it made to the people.

He also highlighted the work done by the West Bengal Government in the last seven years. He said: “The work done by Mamata Banerjee led government for establishing peace in Jangalmahal is unprecedented. Not even 10 per cent of this work was done here since independence. To continue the tides of development in Jangalmahal, I appeal to the people to ensure Trinamool wins in every seat in the upcoming three-tier Panchayat polls.”

He also attacked the BJP for not fulfilling the promises it made to the people. He said, “Narendra Modi has failed to deliver the promises it made. They should not seek votes from the people again. People have seen both CPI(M) and BJP in power. None of them delivered their promises. For 34 years, Jangalmahal was a hub of Maoists. There was only bloodshed. Now only peace reigns here. But BJP-ruled States have failed to put an end to Maoist violence. In Bengal, not a single death due to Maoist violence has been reported in the last six years.”

He also alleged that Opposition parties know they cannot win in the elections, so they have gone to court.

 

কথা রাখেনি বিজেপি সরকারঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়

শুক্রবার খাতড়া থানার কেচন্দা হাই স্কুল মাঠে নির্বাচনী জনসভা করেন যুব তৃণমূলের সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল সরকারের কাজের খতিয়ান তুলে ধরে বলেন, ‘‌মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জঙ্গলমহলে শান্তি এবং উন্নয়নকে ত্বরান্বিত করতে যা যা করেছে, তা এককথায় নজিরবিহীন। স্বাধীনতার পর কোনও সরকার জঙ্গলমহল বা এই জেলার জন্য তার ১০ শতাংশ কাজও করেনি। তাই শান্তি এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে জঙ্গলমহলবাসী সব ক’‌টি গ্রাম পঞ্চায়েত, পঞ্চয়েত সমিতি এবং জেলা পরিষদে তৃণমূলকে জয়যুক্ত করুন।’‌‌

এদিন বিজেপি–কে কড়া আক্রমণ করলেন যুব তৃণমূল সভাপতি বলেন, ‘‌কথা রাখেনি বিজেপি সরকার। ক্ষমতায় আসার সময় নরেন্দ্র মোদি যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার কোনওটাই পালন করতে পারেননি। তাই ওদের উচিত নয় মানুষের কাছে ফের ভোট চাওয়া।’

বিজেপি–সিপিএমের সমালোচনা করে বলেন, ‘‌দুটি রাজনৈতিক দলকেই মানুষ পরীক্ষা করে দেখে নিয়েছেন। এরা যা যা প্রতিশ্রুতি দেয়, তা রক্ষা করতে পারে না। সিপিএমের ৩৪ বছরের রাজত্বে এই জঙ্গলমহল ছিল মাওবাদীদের দখলে। তখন শুধু রক্ত ঝরত এখানে। মানুষের স্বাভাবিক জীবনযাপনের সুযোগ ছিল না। আজ সেই জঙ্গলমহলে নিরবচ্ছিন্ন শান্তি এবং উন্নয়নের জোয়ার বয়ে চলেছে। বিজেপি বলেছিল, তাদের শাসিত রাজ্যগুলি থেকে মাওবাদী উপদ্রব বন্ধ করবে। কিন্তু বিজেপি–‌শাসিত একাধিক রাজ্যে আজও মাওবাদীরা অশান্তি সৃষ্টি করে চলেছে, মানুষ খুন করছে। অথচ গত ৬ বছরে এই রাজ্যে মাওবাদীদের হাতে একজনেরও মৃত্যুর খবর নেই।’‌

তিনি আরও বলেন, ‘‌এই জেলায় কিছু কিছু আসনে তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। বিরোধীরা বুঝতে পেরেছে, নির্বাচনে লড়ে জিততে পারবে না। তাই তারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে।’‌বিরোধীদের বিরুদ্ধে ভোট বানচালেরও অভিযোগ করে তিনি বলেন, ‘‌জিততে পারবে না বলেই তারা বারে বারে আদালতে যাচ্ছে।’‌