Latest News

March 28, 2018

Initiatives to solve scarcity of water for agriculture in the Hills

Initiatives to solve scarcity of water for agriculture in the Hills

The Bengal Government wants to solve the problem of scarcity of water for agriculture in the Hills region by implementing ‘hydro water project-zero energy’ across the region.

The GTA would also soon submit certain proposals to the State Government.

The government has already allotted Rs 10 crore to make ways for distributing water for agriculture in the region. Among the measures being undertaken is the digging of ponds, which is part of the ‘Jal Dharo Jal Bharo’ scheme.

The ‘Jal Dharo Jal Bharo’ scheme is also being utilised for micro-irrigation in the Hills.

 

পাহাড়ে সেচের জলের সমস্যা মেটাতে উদ্যোগ রাজ্যের

দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং সহ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ‘হাইড্রোওয়াটার প্রোজেক্ট-জিরো এনার্জি’ গঠন করে পাহাড় জুড়ে সেচের জলের সমস্যা মেটাতে উদ্যোগ নিল রাজ্য সরকার। বিকল্প উপায়ে কীভাবে পাহাড়ে সেচের জল পৌঁছে দেওয়া যায় তার জন্য জিটিএ’র কাছে রাজ্যের তরফে প্রস্তাব চাওয়া হয়েছে। পাহাড়ে চাষের জল নিয়ে প্রয়োজনীয় প্রস্তাব তারা খুব শীঘ্রই রাজ্যের কাছে জমা দিতে চলেছে।

ইতিমধ্যেই চাষের জলের পর্যাপ্ত জোগানের জন্য রাজ্যের তরফে ১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রয়োজনে তরাই অঞ্চলে যেখানে সম্ভব সেখানে ছোট করে পুকুর কেটে তার মাধমেও এলাকায় জলের যোগান বাড়াতে উদ্যোগ নিচ্ছে জলসম্পদ উন্নয়ন দপ্তর।

সম্প্রতি হুগলী জেলার প্রশাসনিক বৈঠকে জল ধরো জল ভরো প্রকল্পের খোঁজ নেওয়ার প্রসঙ্গে পাহাড়ের জলের প্রসঙ্গ তুলে ধরেন মুখ্যমন্ত্রী। পাহাড়ে ক্ষুদ্র সেচে জলের পর্যাপ্ত জোগানের লক্ষ্যে জল ধরো জল ভরো প্রকল্পের প্রসার নিয়ে জিটিএর সদস্যদের সঙ্গে জল সম্পদ দপ্তরের আধিকারিকদের বৈঠক করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।