Latest News

March 18, 2018

Bengal’s business environment satisfactory, says CII-PwC report

Bengal’s business environment satisfactory, says CII-PwC report

A majority of businesses including small, medium and large scale operating in Bengal feel that the business environment in the state is satisfactory.

This is according to ‘Doing Business in West Bengal Made Easy March 2018’, a CII-PwC report launched at the Conference on “Rebuild East, Invest in Development” organised by CII coinciding with its Eastern Region Meeting in Kolkata on Saturday.

According to the report, a number of businesses based out of Bengal, which are looking to expand their branches/manufacturing units across multiple regions, have reposed their faith in the state stating that Bengal is economically growing. CII-PwC report further states that while quality infrastructure is available in major cities and towns, focus should also be given on “connecting the industrial belt and having industrial corridors in place”.

“At a time when there is a competition between States to go up the EODB ladder, it is great to note that West Bengal emerged as a forerunner and is racing much ahead of many others in the ranking,” Smita Pandit Chakraborty, Immediate Past Chairperson, CII West Bengal State Council, said.

“The state has already been able to ensure a significant shift in the Ease of Doing Business (EODB) ranking. Dissemination of web-based information has been the key to the success of attracting investors and rejuvenating the small scale sector in the state,” said Avijit Mukerji, Chairman, CII West Bengal State Council.

 

দেশের সেরা বিনিয়োগ গন্তব্য বাংলা, রিপোর্ট সিআইআই-পিডব্লিউসির

বর্তমান রাজ্য সরকারের আমলে বাংলাতে যেভাবে বাইরের বিনিয়োগকারী ও সমস্ত শিল্পপতিদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে, তার ফলে বাংলা সমস্ত শিল্পোন্নত রাজ্যগুলির সাথে সমানভাবে পাল্লা দিচ্ছে। বণিকসভা সিআইআই ও পিডব্লিউসি গোটা দেশের বিনিয়োগ মানচিত্র ও বিনিয়োগের পরিবেশ নিয়ে সাম্প্রতিকতম যে রিপোর্ট প্রকাশ করেছে, তাতে এমনই দাবী করা হয়েছে।

শনিবারই ‘কনফারেন্স অন রিবিল্ড ইস্ট-ইনভেস্ট ইন ডেভেলপমেন্ট’ শীর্ষক যে কনফারেন্সের আয়োজন করেছে সিআইআই, সেখানেই এই রিপোর্ট প্রকাশিত হয়। এই রিপোর্টেই বলা হয়েছে যে বাংলা থেকে আগে যে সমস্ত শিল্পগোষ্ঠী বাইরে চলে গিয়েছিল তারা রাজ্যের বর্তমান শিল্প পরিস্থিতি দেখে ফিরে আসতে শুরু করেছে। এমনকি ভিন রাজ্যের যে সমস্ত শিল্পগোষ্ঠী এর আগে গুজরাত মহারাষ্ট্র বা অন্যান্য রাজ্যে বিনিয়োগে উৎসাহী হত, তারাও এখন অন্যান্য রাজ্যের তুলনায় বাংলাকেই তাঁদের নতুন বিনিয়োগের গন্তব্য বলে বেছে নিচ্ছে।

এই রিপোর্টে দেশের প্রথম সারির শিল্পপতিরা যে বিষয়গুলির বাংলাকেই শিল্প স্থাপনের জন্য আদর্শ বলে মনে করছেন, তার মধ্যে একদম প্রথমেই রয়েছে শিল্পের জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে ভাবে ‘রেডি টু গিভ’ ল্যান্ড ব্যাঙ্ক বানিয়েছে। এই ল্যান্ড ব্যাঙ্ক থেকে শিল্পের জন্য প্রয়োজনীয় জমির মানচিত্র দেখেই ইচ্ছুক শিল্পপতিরা নিজেদের প্রকল্পের জন্য জমির আবেদন করতে পারেন। এমনকী জমির জন্য আবেদন করার এবং জমি পাওয়ার কোনও লাল ফিতের বাঁধন না থাকায় বন্ধ হয়েছে দীর্ঘদিন ধরে চলে আসা দুর্নীতির বিষয়টিও।

এ ছাড়াও রাজ্যে যেভাবে সম্প্রতি গোটা দেশের মধ্যে ‘ইজ অফ ডুইং বিজনেস’ বা শিল্পবান্ধব ভাবমূর্তিতে এক নম্বর জায়গা দখল করেছে গোটা দেশের মধ্যে, সেই বিষয়ে সিআইআই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের বিদায়ী চেয়ারপার্সন বলেন, “অন্যান্য সমস্ত রাজ্যকে পেছনে ফেলে বাংলা যেভাবে নিজেকে শিল্পবান্ধব হিসেবে গোটা দেশের সামনে রোল মডেল হয়ে উঠেছে, তাতে স্বাভাবিকভাবে বিনিয়োগকারীরা বেছে নিচ্ছে বাংলাকেই।”

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা যেভাবে গত কয়েক বছরের মধ্যেই রাজনৈতিক স্থিতাবস্থায় ফিরে এসেছে তার জন্যেও বাংলাকে শিল্পের গন্তব্য হিসেবে বেছে নেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন একাধিক শিল্পপতি।