March 8, 2018
Project Bangali: Liluah Home inmates walk the ramp at Uttirna

Yesterday, a day before International Women’s Day, a fashion show took place at the Uttirna open-air stage. It was the culmination of a months-long effort towards the empowerment of the inmates of Liluah Girls’ Home.
The project is called ‘Bangali’, a name coined by none other than Chief Minister Mamata Banerjee. This is yet another effort by the Trinamool Congress Government to put women at the forefront of development. The programme was organised by the State Commission for Protection of Child Rights.
The inmates walked the ramp in clothes made by their fellow inmates. Internationally-renowned fashion designer of Bangladesh, Bibi Russell provided the training to the girls, which took place for eight months.
The traditional towel of Bengal, gamcha, featured prominently in the show, being converted into garments of various hues and designs. Sarees, other garments, jewels and accessories featured in the show.
For now, the articles would be available in Biswa Bangla stores. Later they would be made available in other stores and would be exported too.
In the audience were famous names from the world of fashion and entertainment as well as senior State Government ministers, and their thunderous applause put a further stamp of approval on the inmates’ efforts towards a life of dignity and self-respect.
The venue was appropriate too – an open-air stage, to symbolise the freedom of opportunity that the fashion show heralded for these women.
The Women and Child Development & Social Welfare Minister, who was also in the audience, said after that show that similar efforts would be replicated in the other homes run by the State Government.
সাধারন মানুষের কাছে পৌঁছল মুখ্যমন্ত্রীর বঙ্গালি
বিবি রাসেলের দুনিয়া কাঁপানো গামছার ফ্যাশনের সজ্জায় উত্তীর্ণের র্যাম্প আলো করল লিলুয়া হোম কন্যারা৷ এই ফ্যাশন শোর মাধ্যমেই যাত্রা শুরু হল নয়া ব্র্যান্ড ‘বঙ্গালি ’র৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডিজাইনার বিবি রাসেলের প্রশিক্ষণে লিলুয়া হোমের আবাসিকদের তৈরি পোশাক ও সজ্জাসম্ভারই ‘বঙ্গালি ’ ব্র্যান্ডের আওতায় দেশবিদেশের বাজারে বিপণন করতে চায় রাজ্য সরকার৷ যা লিলুয়া হোম কন্যাদের জীবনের পথে স্বয়ম্ভর করতেও অনুঘটকের কাজ করবে৷
বলা ভালো, এই ব্র্যান্ডটি নিজে হাতেই এঁকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ গত এপ্রিল থেকেই রাজ্য সরকারের আহ্বানে লিলুয়া হোমের ৫০ জন আবাসিককে পোশাক বানানোর প্রশিক্ষণ দেওয়া শুরু করেন বিবি রাসেল৷ তাঁর কথায় , ‘প্রথম প্রথম ওরা বলছিল, এ কাজ তো আমরা করতে জানি না৷ তাঁত বুনব কী করে৷ কয়েকজন মহিলা তাঁতিকে দিয়ে ওদের তাঁত বুনতে শেখার কাজটা শুরু করানো হয়৷ পরে অবশ্য সব জড়তা কেটে যায়৷
শুধু অবশ্য পোশাক বানানো নয় , বিবি রাসেলের কাছে এই আবাসিকরা সাদামাটা জিনিসপত্র দিয়ে নানা ধরনের গয়না বানানোর কাজটিও শিখেছেও৷ পোশাকের মতই গয়নাগুলিও আন্তর্জাতিক মানের৷ নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দন্তরের পক্ষ থেকে ‘বঙ্গালি ’ ব্র্যান্ডের উন্মোচনে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল৷
হোম কন্যাদের বানানো পোশাক ও গয়না বিশ্ববাংলার বিপণিগুলিতে মিলবে৷ বিভাগীয় মন্ত্রী বলেন , ‘লিলুয়া হোমের মতো অন্যান্য হোমেও আমরা নানা ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করছি৷ কিন্ত্ত, আজ যা হল, তা এক অবিশ্বাস্য ঘটনা৷ ছিলেন শিশু অধিকার রক্ষা কমিশনের চেয়ারপার্সন ৷
Source: Anandabazar Patrika