March 7, 2018
200 pulse processing mills to be set up in Nadia, Murshidabad

The state government has decided to set up 200 pulse processing mills in Nadia and Murshidabad. The government had provided seeds including that of pulses to farmers in the region to undertake alternate farming after an outbreak of wheat blast.
Now, production of pulses in Nadia and Murshidabad has gone up and the necessity of setting up mills to process the same was felt. It will be of great help for farmers economically as well as they do not have to invest much for transportation of their yield to get the same processed.
It may be mentioned, in 2016-17, the production of pulses was 3.36 lakh metric tonnes, which is almost double of 1.76 lakh metric tonnes in 2010-11.
নদীয়া ও মুর্শিদাবাদে তৈরী হবে ২০০টি ডাল প্রক্রিয়াকরণ কেন্দ্র
রাজ্য সরকার নদীয়া ও মুর্শিদাবাদে ২০০টি ডাল প্রক্রিয়াকরণ কেন্দ্র তৈরী করার সিদ্ধান্ত নিয়েছে। এই দুই জেলায় হুইট ব্লাস্টের ফলে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিকল্প চাষে উৎসাহিত করতে ইতিমধ্যেই রাজ্য সরকার ডাল ও অন্যান্য ফসলের বীজ বিতরণ করেছে।
এখন নদীয়া ও মুর্শিদাবাদে ডালের উৎপাদন খুব বেড়েছে, তাই প্রক্রিয়াকরণ কেন্দ্র নির্মাণের প্রয়োজন দেখা দিয়েছে।
এই প্রক্রিয়াকরণ কেন্দ্র তৈরী হলে কৃষকরা অর্থনৈতিক ভাবে উপকৃত হবেন, কারন এতে তাদের উৎপাদন করা ডাল নিয়ে অন্য জেলায় যাতায়াত করতে হবে না। এর ফলে বাড়বে লাভ।
উল্লেখ্য, ২০১৬-১৭ সালে ৩.৩৬ লক্ষ টন ডালের উৎপাদন হয়েছে, যা ২০১০-১১ সালে ছিল ১.৭৬ লক্ষ টন।