Latest News

March 2, 2018

Bengal Govt launches pension for 3 lakh people deprived by Centre

Bengal Govt launches pension for 3 lakh people deprived by Centre

More than three lakh people, who are likely to lose their pension because new guidelines issued by Centre, have found a helping hand in the West Bengal Government. The State government is launching a special pension scheme for them, funds for which will be completely provided by the Bengal government. Around 3.25 lakh people will be benefitted.

Under National Social Assistance Programme, several crores of people receive financial aid from the government. Senior citizens, widows, disabled people mainly receive assistance. Bengal’s ‘quota’ in this programme is 21.31 lakh. However, the number of eligible people is 23.4 lakh. The State’s repeated requests for increasing the quota have fallen on deaf ears. Moreover, as per the new guidelines by Centre, 1.15 lakh people in rural areas would lose these pensions.

The Bengal Government has instructed all Panchayats to make a list of the people who are losing their pension, and enrol them under the special pension scheme as soon as possible, so that they continue to receive their aid.

 

কেন্দ্রীয় সাহায্য থেকে বঞ্চিত সওয়া তিন লক্ষ দুঃস্থর জন্য ‘বাংলার বিশেষ ভাতা প্রকল্প’ চালু করল রাজ্য

 

কেন্দ্রীয় সরকারের নির্দেশিকার জেরে পেনশন প্রকল্প থেকে বঞ্চিত সওয়া তিন লক্ষ বৃদ্ধ ও অসহায় মানুষের জন্য ‘বাংলার বিশেষ ভাতা প্রকল্প’ চালু করল রাজ্য সরকার। এই প্রকল্পে প্রাথমিকভাবে ৩ লক্ষ ২৫ হাজারেরও বেশি মানুষ উপকৃত হবেন। প্রকল্পের পুরো খরচ বহন করবে রাজ্য সরকার।

ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের অধীনে দেশের বেশ কয়েক কোটি মানুষ ভাতা পান। মূলত দরিদ্র শ্রেণীর মানুষকে ন্যূনতম আর্থিক সহায়তা তুলে দেওয়ার জন্যই এই প্রকল্প। এই প্রকল্পগুলিতে প্রবীণ দরিদ্র নাগরিক, অসহায় বিধবা ও প্রতিবন্ধীদের মাসিক ভাতা দেওয়া হয়।

এই তিনটি স্কিমে রাজ্যের কোটা রয়েছে ২১ লক্ষ ৩১ হাজার। কিন্তু রাজ্যে এই স্কিমের আওতাভুক্ত হওয়ার যোগ্য মানুষের সংখ্যা ২৩ লক্ষ ৪০ হাজার। রাজ্যের আধিকারিকরা কেন্দ্রীয় সরকারের কাছে বার বার রাজ্যের কোটা বাড়ানোর আবেদন জানালেও কর্ণপাত করেনি কেন্দ্র। উল্টে প্রায় দু’মাস আগে তাদের দেওয়া নতুন নির্দেশিকা অনুযায়ী রাজ্যের গ্রামীণ এলাকার ১ লক্ষ ১৫ হাজার মানুষ এই ভাতা প্রকল্প থেকে বাদ যাচ্ছে।

প্রতিটি জেলার পঞ্চায়েত দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে, ভাতা প্রকল্প থেকে বাদ যাওয়া বাসিন্দাদের ব্লকভিত্তিক তালিকা প্রস্তুত করে বাংলার বিশেষ ভাতা প্রকল্পে তাঁদের নাম অন্তর্ভুক্ত করতে হবে। যাতে এক মাসের জন্যও তাঁরা ভাতা