Latest News

February 15, 2018

KMC machines to replace manual cleaning of drains

KMC machines to replace manual cleaning of drains

In a move sure to bring cheer to both workers and activists, Kolkata Municipal Corporation (KMC) has decided to pumps and other machinery in order to do away with the manual cleaning of drains.

Trinamool Congress has always been vociferous about abolishing manual scavenging, and this move would add to that effort.

Several of the machines required for cleaning the underground sewage pipelines have already been bought. According to the mayor, the KMC wants to start the cleaning process well before monsoon.

ড্রেন পরিষ্কার করতে এবার যন্ত্র ব্যবহার করবে কলকাতা পুরসভা

ড্রেন পরিষ্কার করতে এবার থেকে পাম্প ও অন্যান্য যন্ত্র ব্যবহার করবে কলকাতা পুরসভা। এবার থেকে আর কর্মীদের ড্রেন পরিষ্কার করতে হবে না।

তৃণমূল কংগ্রেস চিরকালই মানুষের মাধ্যমে নালা পরিষ্কার করানোর (যাকে বলা হয় ম্যানুয়াল স্ক্যাভেনজিং) বিরোধী, এই উদ্যোগের ফলে সেই লক্ষ্যে আরও কিছুটা অগ্রসর হওয়া যাবে।

ভূগর্ভস্থ পাইপলাইনের ময়লা পরিষ্কার করতে প্রয়োজনীয় যন্ত্রের বেশীর ভাগ কেনা হয়ে গেছে। কলকাতার মহানাগরিক জানিয়েছেন আগামী বর্ষার আগেই এই কাজ শুরু হয়ে যাবে।

Source: The Statesman