January 30, 2018
Bengal Govt to lay underground cables for TV & internet

Following the instruction of Chief Minister Mamata Banerjee, the State Government has decided to lay underground cables for the transmission of television and internet services across the 126 municipalities and six municipal corporations.
The project would be overseen by the State Government’s Urban Development and Municipal Affairs Department. The cables would be laid by the process of microtunnelling.
Soon, the department would hold meetings with multi-system operators (MSO), cable operators and telecom firms, for whom the cables would be laid, to explain to them the government’s stand as well as listen to their suggestions. It has been decided, as of now, that a certain amount of money would have to be paid by them in lieu of the work to be done by the government.
The initiative is under the newly-introduced scheme, Green City Mission, which aims at developing sustainable and eco-friendly ‘Green and Clean Cities’ and planned development of all the municipal cities and towns of Bengal.
রাজ্য জুড়ে টিভি-ইন্টারনেটের কেবল নেওয়া হবে ভূগর্ভ দিয়ে
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবার রাজ্য জুড়ে টিভি চ্যানেল এবং ইন্টারনেট পরিষেবার কেবল মাটির নীচ দিয়ে নিয়ে যাওয়া হবে।
রাজ্যের ১২৬টি পুরসভা এবং ছ’টি পুরনিগম এলাকাতেই এই ব্যবস্থা করা হবে। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী এই কেবল মাটির তলা দিয়ে করার নির্দেশ দিয়েছেন। গ্রিন সিটি প্রকল্পের আওতায় সমস্ত পুরসভায় এই কাজ করা হবে।
মাইক্রো টানেলিং ব্যবস্থার মাধ্যমে এই প্রকল্প করা হবে। ফুটপাথের তলা দিয়ে এই মাইক্রো টানেলগুলি বসানো হবে। তার মধ্যে দিয়ে কেবলগুলি নিয়ে যাওয়া হবে।
খুব শীঘ্রই এবিষয়ে পুরসভাগুলি, এমএসও এবং কেবল অপারেটরগুলি সঙ্গে বৈঠক করা হবে। এই কাজ করার জন্য কেবল অপারেটর, টেলিকম সংস্থা বা এমএসও’দের পুরসভাকে একটা টাকা দিতে হবে। পাশাপাশি তাদের এবিষয়ে কি কি দাবি আছে তাও শোনা যাবে।
Source: Bartaman