Latest News

January 28, 2018

Super-efficient sniffer dogs for Bengal’s Forest Dept

Super-efficient sniffer dogs for Bengal’s Forest Dept

The canine squad employed by the Bengal Government’s Forest Department to sniff out poachers recently got new members from the highly efficient Belgian Malinois and German Shepherd breeds.

Three dogs joined the department – Karim, Ikna and Limpsy. While Karim is a Belgian Malinois, Ikna and Limpsy are German Shepherds.

Karim has headed to Buxa Tiger Reserve in Alipurduar district, where a tiger relocation project will be taken up soon. Ikna was sent to the Sundarbans Tiger Reserve while Limpsy went to Mahananda Wildlife Sanctuary in Darjeeling district.

All the three canine sleuths are aged between 18 and 24 months, and have been trained extensively in tracking, sniffing and guarding for nine months at the National Training Centre for Dogs (NTCD). They can sniff out tiger and leopard skins, elephant tusks, and deer antlers and skins.

In December 2016, an 18-month-old German Shepherd named Rani was recruited by the Forest Department to sniff out poaching activities in and around north Bengal’s Jaldapara National Park, which is home to over 200 one-horned rhinos, comprising the country’s second highest rhino population.

 

Source: The Times of India

The image is representative

 

চোরাশিকারি ধরতে স্নিফার ডগ

চোরাশিকারি ধরতে এবার  রাজ্য বন দপ্তরের সারমেয় বাহিনীতে যোগ হল পারদর্শী বেলজিয়ান ম্যালিনইস ও জার্মান শেপার্ড।

তিনটি কুকুর এই বাহিনীতে যোগ দিয়েছে – করিম, ইকনা, লিম্পসি। করিম হল বেলজিয়ান ম্যালিনইস প্রজাতির; ইকনা ও লিম্পসি জার্মান শেপার্ড।

করিমকে পাঠানো হয়েছে আলিপুরদুয়ার জেলায় অবস্থিত বক্সা টাইগার রিসার্ভে। ইকনাকে পাঠানো হয়েছে সুন্দরবন টাইগার রিসার্ভে ও লিম্পসি গেছে দার্জিলিং জেলার মহানন্দা ওয়াইল্ডলাইফ স্যাঙ্কচুয়ারিতে।

এই তিনটি কুকুরের বয়স দেড় থেকে দুই বছরের মধ্যে। এই কুকুরগুলি ন্যাশানাল ট্রেনিং সেন্টার ফর ডগস-এ ট্র্যাকিং, স্নিফিং, গার্ড দেওয়ার প্রশিক্ষণ নিয়েছে নয় মাস ধরে। এরা বাঘ, চিতার চামড়া, হাতির দাঁত, হরিণের চামড়া ও শিং শুঁকে বার করতে পারে।

প্রসঙ্গত, ২০১৬ সালের ডিসেম্বর মাসে এক দেড় বছরের জার্মান শেপার্ড, রাণীকে উত্তরবঙ্গের জলদাপাড়া জাতীয় উদ্যানে চোরাশিকার ধরার জন্য নিয়োগ করা হয়।