January 17, 2018
BGBS 2018 will open new avenues for employment in Bengal: Amit Mitra

Speaking to reporters after the conclusion of Bengal Global Business Summit, 2018, Finance and Industries Minister, Dr Amit Mitra today said this summit will open new avenues of employment in Bengal.
He said that 110 MoUs have been signed and B2B meetings were still on. He spoke at length about the interest expressed by foreign delegates about investing in Bengal.
Highlights of Dr Mitra’s speech:
- We have received amazing response at Bengal Global Business Summit, 2018. Discussions are on even after the summit has ended. Investors from across the globe have expressed interest.
- For the first time, we had nine partner countries: Japan, South Korea, UAE, France, Germany, Poland, Czech Republic, Italy and UK. Although China is not our partner country this time, representatives from two Chinese provinces were present and expressed interest in investing.
- We have signed MoU with Silesia province of Poland. They will help us with mining technology. We will work with them shoulder to shoulder.
- We have signed an MoU with Italy regarding leather technology. They are keen to invest in gems and jewellery sector. A lot of jobs will be created.
- Bengal has exports worth Rs 54,000 crore. Leading are leather, gems and jewellery, metal, steel.
- A university in Hungary has signed an MoU with Jadavpur University. Edinburgh University has signed an MoU with Presidency University.
- We have signed an MoU with Germany regarding Energy Action Plan.
- Reliance, Jaipuria, Adani, Kotak, SpiceJet, JSW, Samsung, Pepsi and other multinational companies are keen to invest in Bengal.
- We have received investment proposals worth Rs 2 lakh 19 thousand 925 crore.
- Many new policies have been announced: Logistic Park Development and Promotion Policy, Export Promotion Policy etc.
Job creation is the biggest success of this summit. 20 lakh new jobs will be created. - 1046 B2B meetings have taken place in these two days. 40 B2G meetings also took place.
- Kolkata has never seen such elaborate preparations. Industrialists were touched by the CM’s words. She spoke from the heart.
- There is a tide of development in Bengal under the leadership of Mamata Banerjee.
রাজ্যে কর্মসংস্থানের নয়া দিগন্ত উন্মোচিত হতে চলেছে : বানিজ্য সম্মেলনের পরে জানালেন অর্থমন্ত্রী
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন ২০১৮ তে ১১০ মউ স্বাক্ষরিত হয়েছে। সম্মেলনের শেষে সাংবাদিক সম্মেলন করে চতুর্থ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রাপ্তির কথা বিশদে জানালেন অর্থমন্ত্রী অমিত মিত্র। রাজ্যে নয়া দিগন্ত উন্মোচিত হতে চলেছে এই বাণিজ্য সম্মেলন থেকে।
তাঁর বক্তব্যের কিছু অংশ:
- বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে দারুন সাড়া মিলেছে। সম্মেলন শেষের পরেও বিনিয়োগ নিয়ে আলোচনা হচ্ছে। বিভিন্ন দেশের শিল্পপতিরা বিনিয়গে আগ্রহ দেখান।
- এই প্রথম ৯ টি দেশ আমাদের পার্টনার দেশ হল: জাপান, দক্ষিণ কোরিয়া, ইউ এ ই , ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড, চেক রিপাবলিক, ইউ কে। চীন পার্টনার দেশ নয় অথচ তাদের ২ টি রাজ্য এখানে উপস্থিত ছিল এবং তারাও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করছে।
- পোল্যান্ডের সিলেসিয়ার সঙ্গে মউ স্বাক্ষরিত হয়েছে। খনিতে প্রযুক্তিগত সাহায্য করবে তারা। পশ্চিমবঙ্গ তাদের সঙ্গে এবার কাঁধে কাঁধ মিলিয়ে এগোবে।
- চর্মজাত শিল্প নিয়ে ইতালির সাথে মউ স্বাক্ষরিত হয়েছে। গয়না শিল্পেও বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে তারা, এখানে প্রচুর কর্মসংস্থানেরর সম্ভাবনা।
- পশ্চিমবঙ্গ থেকে ৫৪ হাজার কোটি টাকার রপ্তানি হয়। শীর্ষে আছে চর্মশিল্প, গয়না শিল্প, ধাতু শিল্প, ইস্পাত শিল্প।
- যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে হাঙ্গেরির একটি বিশ্ববিদ্যালয়ের মউ স্বাক্ষরিত হয়েছে। প্রেসিডেন্সির সঙ্গে এডিনবরা বিশ্ববিদ্যালয়ের মউ স্বাক্ষরিত হয়েছে।
- জার্মানির সঙ্গে এনার্জি অ্যাকশান প্ল্যান নিয়ে মউ স্বাক্ষরিত হয়েছে।
- রিলায়েন্স, জয়পুরিয়া, আদানি, কোটাক, স্পাইস জেট, জে এস ডবলু, স্যামসাং, পেপসি ইত্যাদি বহুজাতিক সংস্থা সহ সকলে এখানে বিনিয়োগ করতে আগ্রহী।
- আজ ২ লক্ষ ১৯ হাজার ৯২৫ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে।
- বেশ কিছু পলিসির ঘোষণা করা হয়েছে সেগুলি হল – লজিস্টিক পার্ক ডেভেলপমেন্ট অ্যান্ড প্রমোশান পলিসি, এক্সপোর্ট প্রমোশান পলিসি ইত্যাদি।
- এই সম্মেলনের মূল সাফল্য হল কর্মসংস্থান। ২০ লক্ষ কর্মসংস্থান হবে।
- এই দেড় দিনের মধ্যে ১০৪৬ টি বিটুবি মিটিং হয়েছে, কিছু মিটিং এখনও চলছে। ৪০ টি বিটুজি মিটিং হয়েছে।
- এত বড় আয়োজন, এরকম কলকাতা আমরা আগে দেখিনি। মুখ্যমন্ত্রীর কথায় আন্তরিকতার ছোঁয়া আছে। শিল্পপতিরা জানান মুখ্যমন্ত্রীর কথার দাম আছে।
- মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় উন্নয়নের জোয়ার এসেছে’।