January 16, 2018
Bengal is the investment destination now: Mamata Banerjee at Bengal Global Business Summit 2018

Bengal Global Business Summit 2018 began today. Chief Minister Mamata Banerjee inaugurated the two-day business summit at Biswa Bangla Convention Centre.
Speaking on the occasion, the Chief Minister thanked the captains of the industry present there. She highlighted the advantages and opportunities for investing in Bengal.
The past editions of the Bengal Global Business Summit have proven to be milestones in terms of establishing Bengal as an ideal investment destination, and the 4th edition of Bengal Global Business Summit will project its business-readiness to the global investor community, spearheading the surge ahead.
Highlights of the CM’s speech:
Captains of industry are present here today and spoke from their heart. There is nothing much for me to say.
Bengal has a strategic location. It is the gateway for ASEAN countries, NE India. Bangladesh, Nepal, Bhutan are our bordering countries. There are a lot of opportunities.
Nine major countries have become our partners for BGBS: Germany, UK, Italy, France, Poland, S Kora, Czech Republic and UAE. Large delegations are present from China (39), Poland (50), UK (25), Italy (40).
As Ambani ji said, in ease of doing business, Bengal is No. 1 State. Despite the legacy of 34 years, we are trying our best.
Our plan expenditure has increased by 3 times; capital expenditure has increased by 7 times in six years.
Our GDP has more than doubled in six years. We are among the top States in terms of GDP.
In Skill Development and MSME sectors, Bengal is No 1.We have received the highest award for e-governance. Our e-taxation system has received award.
We have created more than 81 lakh employment in six years. In creation of rural employment, Bengal is No 1 in India. We are proud of that.
Before we came to power, man days lost due to strike was more than 70 lakh. Now, it is zero.
We want both industry and agriculture to prosper. They are like two sisters.
We have surplus power, skilled power. We are a powerhouse of talent. We have created the requisite infrastructure for industry.
We have received UN recognition for our scheme to empower the girl child – Kanyashree.
FIFA was all praises for the arrangements made by Bengal for U-17 Football World Cup.
Accountability, credibility, transparency, sincerity and punctuality – these are our credentials.
Bengal has the potential in every sector. Bengal is the cultural capital of the world. Bengal is the investment destination now.
In Tagore’s words, “Esho amar ghore esho” (come to our home). Come and invest in Bengal.
বাংলাই শিল্পের আদর্শ গন্তব্য: মমতা বন্দ্যোপাধ্যায়
শুরু হল দুদিন ব্যাপী বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন ২০১৮। নিউটাউনের বিশ্ব বঙ্গ কনভেনশন সেন্টারে এই সম্মেলনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই দুদিন ব্যাপী সম্মেলনে দেশ বিদেশ থেকে শিল্পপতি, কর্পোরেট লিডার, প্রতিনিধিরা এসেছেন। অতীতের তিনটি সম্মেলনে বাংলাকে শিল্পের গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করতে অনেকটাই সক্ষম হয়েছে রাজ্য সরকার। সেই কাজটাই এগিয়ে নিয়ে যাওয়া হবে এই সম্মেলনে।
মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশ:
আজ এখানে অনেক শিল্পপতি উপস্থিত, তারা সকলে তাদের মনের কথা বলেছেন। আমার বেশি কিছু বলার নেই।
বাংলার ভৌগলিক অবস্থান যথেষ্ট গুরুত্বপূর্ণ। বাংলা উত্তর পূর্ব ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশদ্বার। বাংলাদেশ, নেপাল, ভুটান আমাদের প্রতিবেশী দেশ। বাংলায় অনেক সুযোগ রয়েছে।
৯ টি দেশ বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে আমাদের পার্টনার: জার্মানি, ইউকে, ইতালি, ফ্রান্স, পোল্যান্ড, দক্ষিণ কোরিয়া, চেক রিপাবলিক এবং ইউএই।
বিভিন্ন দেশ থেকে এসেছে বড় প্রতিনিধিদল – চীন (৩৯), পোল্যান্ড (৫০), ইউকে (২৫), ইতালি (৪০)।
আমরা আমাদের দেশকে ভালোবাসি। আমরা সব ধর্ম, জাতি, সকলের জন্য কাজ করি।
অর্থনৈতিক, ভৌগলিক অবস্থান, রাজনৈতিক স্থিতিশীলতা – সব দিক দিয়েই বাংলা আদর্শ গন্তব্য।
আম্বানি জি ঠিকই বলেছেন, শিল্প গড়ার সুবিধায় বাংলা ১ নম্বর। বাংলায় ৩৪ বছরের অপশাসন সত্ত্বেও আমরা বিভিন্ন উদ্যোগ নিচ্ছি।
গত ৬ বছরে আমাদের পরিকল্পনা খাতে ব্যয় ৩ গুণ বেড়েছে এবং মূলধনী ব্যয় ৭ গুণ বৃদ্ধি পেয়েছে।
৬ বছরে আমাদের জিডিপি দ্বিগুন হয়েছে। অন্যান্য রাজ্যের তুলনায় বাংলা জিডিপি বৃদ্ধির দিক দিয়ে এগিয়ে।
দক্ষতা বিকাশ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্ষেত্রে বাংলা ১ নম্বরে। ই-গভর্ন্যান্স, ই-ট্যাক্সেশানে আমরা পুরস্কার পেয়েছি।
যুব সমাজ আমাদের অনুপ্রেরণা। ওরাই আমাদের ভবিষ্যৎ। গত ৬ বছরে বাংলায় ৮১ লক্ষ কর্মসংস্থান হয়েছে।
গ্রামীণ কর্মসংস্থানে বাংলা ১ নম্বরে। এটা আমাদের গর্ব। আপনারা যত বিনিয়োগ করবেন কর্মসংস্থান তত বাড়বে।
আমরা ক্ষমতায় আসার আগে বনধের জন্য ৭০ লক্ষ শ্রমদিবস নষ্ট হয়েছিল। এখন সেই সংখ্যা শূন্য।
শিল্প বাড়লেই রাজ্য এগোবে। এ কথা শিরোধার্য। তা বলে কৃষি বঞ্চিত হবে না। শিল্প ও কৃষি দুই বোনের মতো বাড়বে রাজ্যে। বাংলাই পথ দেখাবে অন্যদের।
আমাদের উদ্বৃত্ত বিদ্যুৎ রয়েছে, দক্ষ শ্রমিকও আছে। বাংলার মেধা বিশ্ববিখ্যাত। বাংলায় শিল্পের পরিকাঠামো রয়েছে।
মেয়েদের ক্ষমতায়নের জন্য বাংলার কন্যাশ্রী প্রকল্প রাষ্ট্রসংঘের পুরস্কার পেয়েছে।
বাংলায় ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে। ফিফা আমাদের আয়োজনের ভূয়সী প্রশংসা করেছে।
দায়বদ্ধতা, বিশ্বাসযোগ্যতা, স্বচ্ছতা, আন্তরিকতা এবং স্থিতিশীলতা – আমাদের মন্ত্র।
বাংলায় সব ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে। বাংলা সংস্কৃতির পীঠস্থান। বাংলাই এখন বিনিয়োগের গন্তব্যস্থল।
রবি ঠাকুরের কথায় “এসো আমার ঘরে এসো”। বাংলায় আসুন, শিল্প গড়ুন।