Latest News

January 3, 2018

Triple Talaq Bill defective, BJP misguiding Muslim women: Mamata Banerjee

Triple Talaq Bill defective, BJP misguiding Muslim women: Mamata Banerjee

Heavily attacking the BJP over divisive politics, Bengal Chief Minister Mamata Banerjee today said that the ruling party in the Centre is misguiding Muslim women.

“This defective Bill (on Triple Talaq) will not empower women, rather create victims. We are always in favour of women’s rights. We always extend a helping hand to women in distress,” she said.

Mamata Banerjee said, “We are the only party to have 33% female MPs, even without women’s reservation bill. We are here to protect women but we cannot interfere with religion. We have increased the duration of maternity leave. Everyone is free to follow their faith. The BJP is playing dirty politics.”

She said Bengal has always led the way in ushering social reforms. “Sati was declared illegal in Bengal. Widow remarriage was started in Bengal. Child marriage was made illegal in Bengal. Bengal always stands for reforms. We do not believe in divisive agenda. BJP only wants to drive a wedge between people,” she commented.

She added, “We do not believe in BJP’s version of religious politics. We are not atheists like the CPI(M). We believe in Sarva Dharma Samannaya. We respect all religions equally. We worship Maa Durga, we also celebrate Eid. I attend the midnight mass on Christmas as well as attend the Gurpurab celebrations.”

 

তিন তালাক বিল ত্রুটিপূর্ণ, বিভ্রান্তি ছড়াচ্ছে বিজেপি: মমতা বন্দ্যোপাধ্যায়

আজ তিন তালাক ইস্যুতে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিলটিকে ত্রুটিপূর্ণ আখ্যা দিয়ে তিনি বলেন বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যে মুসলমান মহিলাদের বিভ্রান্ত করছে।

তিনি বলেন, আমরা মেয়েদের পক্ষে। কিন্তু, এই ভুল বিলে মহিলাদের নিরাপত্তা দেওয়া তো দুরের কথা, মহিলারা আরও বিপদে পড়ে যাবে। এই বিলের নামে বিজেপি রাজনীতি করছে।

মুখ্যমন্ত্রী বলেন, সংসদে মহিলা সংরক্ষণ বিল না থাকা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস একমাত্র দলে যাদের পার্লামেন্টে ৩৩% মহিলা এমপি নির্বাচিত আছে। আমরা ৭৩১ দিন মাতৃত্বকালীন ছুটি দিই ছেলেমেয়ে মানুষ করার জন্য। মহিলাদের সম্মান দেওয়া আমাদের কাজ। কিন্তু, ধর্মীয় অনুশাসনে হস্তক্ষেপ করা আমাদের কাজ না, যে যার নিজের ধর্ম মেনে চলবেন। চুলকে ঘা করা বিজেপির কাজ, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।

তিনি আরও বলেন, সতীদাহ প্রথার সংস্কার বাংলা থেকে হয়নি? বাল্য বিবাহ রোধ বাংলা থেকে হয়নি? বিধবা বিবাহ প্রথা বাংলা থেকে চালু হয়নি? বাংলা নবজাগরণ ঘটায়। বাংলা পথ দেখায়। বিজেপি এসে দাঙ্গা লাগিয়ে দেয়।

মুখ্যমন্ত্রী বলেন, আমরা বিজেপির ধর্মের নামে বিভাজনের রাজনীতি মানি না। সিপিএমের মত নাস্তিকও নই। আমরা সর্ব ধর্ম সমন্বয়ে বিশ্বাস করি। আমরা সব ধর্মকেই সম্মান করি। আমরা যেমন দুর্গাপুজো করি, তেমনই ঈদ উদযাপন করি। আমি প্রত্যেক বড়দিনে মিডনাইট মাসে যাই। গুরুপরবেও যাই।