December 20, 2017
State Govt to renovate 7 ghats along the Hooghly

Seven ghats in Dakshineswar and Belur, along the river Hooghly, are going to be renovated by the State Government at a cost of Rs 34 crore.
Among the seven are three in Dakshineswar – Chandni Ghat, Panchabati Ghat and Ferry Ghat – and four in Belur – three at Belur Math and Mayer Ghat on the opposite bank.
There will be an investment of Rs 17 crore for the projects in Dakshineswar and another Rs 17 crore for the projects in Belur. An iron fencing will also be constructed on the bank of the river at Belur Math.
বেলুড়-দক্ষিণেশ্বর ঘাট সংস্কারে ৩৪ কোটি রাজ্য সরকারের
দক্ষিণেশ্বর ঘাট সাজানোর জন্য টেন্ডার ডাকা তো হয়েই গেছে, এবার বেলুড় ঘাটও সাজানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বেলুড়ের চারটি ঘাট সাজাতে খরচ হবে ১৭ কোটি টাকা। পাশাপাশি বাবুঘাট সাজানোর বড় পরিকল্পনা নিয়েছে সরকার। প্রিন্সেপ ঘাটের মত করে সাজানো হবে সমস্ত হেরিটেজ নির্মাণ বাঁচিয়ে। এর জন্য ডিপিআর তৈরী করা হচ্ছে। এই কাজ করবে কলকাতা পুরসভা।
বেলুড় ঘাটের কাজ করবে কেএমডিএ ও নগরোন্নয়ন দপ্তর। দক্ষিণেশ্বরে তিনটি ঘাট আছে, চাঁদনি, পঞ্চবটি ও ফেরিঘাট। বেলুড়ে আছে মায়ের ঘাট, এক ও দুই নম্বর ঘাট এবং ফেরি ঘাটের পরিকাঠামো উন্নয়নেও সমপরিমাণ অর্থ বরাদ্দ হচ্ছে। এছাড়া বেলুড় ঘাটের উল্টো পাড়ে একটি শ্মশানঘাট নির্মাণ করা হবে।
Source: Millennium Post