December 15, 2017
State Khadi Mela begins today

Another fair is going to visit Kolkata from December 15 – the State Khadi Mela. This annual fair will continue till January 2, 2018.
The 19-day fair will be held at Taltala Maidan on 432 Prince Anwar Shah Road. It is being organised by West Bengal Khadi and Village Industries Board (WBKVIB), which is under the state’s Micro, Small and Medium Enterprises (MSME) Department.
The timings are from 1 pm to 8 pm on weekdays and from 12 pm to 8 pm on holidays. On holidays, various cultural programmes would also be held. Entry to the fair is free.
Besides clothes and dress materials, all other products sold at the WBKVIB outlets would also be sold, like handicraft items and food items like pickles, honey and the innovative nolen gur in tubes. Debit and credit cards would also be accepted at the outlets.
আজ শুরু হবে রাজ্য খাদি মেলা
মেলা যাদের ভালো লাগে, তাদের জন্য সুখবর। আরও একটি মেলা শুরু হতে চলেছে আজ – রাজ্য খাদি মেলা। এই মেলা চলবে আগামী বছরের ২রা জানুয়ারি পর্যন্ত।
এই মেলা অনুষ্ঠিত হবে প্রিন্স আনোয়ার শা রোডের তালতলা ময়দানে। এই মেলার আয়োজন করছে রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প দপ্তরের অধীনস্থ রাজ্য খাদি ও গ্রামোদ্যোগ বোর্ড।
সপ্তাহের ৫দিন এই মেলা চলবে দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত। শনি, রবি ও অন্যান্য ছুটির দিন মেলা শুরু হবে দুপুর ১২টায়। প্রবেশ অবাধ।
জামা কাপড় ও পোশাক তৈরীর উপকরণ ছাড়াও এখানে পাওয়া যাবে হস্তশিল্পের বিভিন্ন দ্রব্য। পাওয়া যাবে খাদ্যদ্রব্য – যেমন আচার, মধু, টিউবের মধ্যে নলেন গুড়। ডেবিট ও ক্রেডিট কার্ডও গৃহীত হবে সব দোকানে।