December 4, 2017
Centre owes us Rs 13,000 cr: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today chaired an administrative review meeting at Nabanna to take stock of the ongoing projects in the State.
She addressed the press after the meeting.
Highlights of her speech:
- The Centre owes us Rs 13714.32 crore.
- Thanks to ‘Safe Drive, Save Life’ project, in the past one year, the number of road accidents in the State has come down by 16%. There has been a 13% reduction in the number of fatalities due to road accidents and a 12.5% decrease in injuries due to accidents.
- The Supreme Court has praised our ‘Safe Drive, Save Life’ project. We will carry out more awareness programmes for road safety during foggy weather.
- Committees, to be headed by District Magistrates, will be formed in every district to monitor all the work.
- Every department has been asked to return the excess/unused funds by December 15, 2017. 25% of this money will be used for funding construction of rural roads and drinking water supply in districts.
- Every department will have e-office from January 2, 2018. This will bring in greater transparency, accountability and credibility. We are always focussed on e-governance and digitisation. We have received national award for e-governance.
- We have started e-tendering. The scholarship for Kanyashree and Sikshashree schemes is sent directly to the bank accounts of beneficiaries. Others only give lectures while our actions speak louder than words.
- We have not received any assistance from the Centre for flood relief. We are giving compensation to the tune of Rs 185 crore to farmers. We have allotted Rs 280 crore for providing pension to 2.5 lakh people.
- We are preparing a plan of action for 5 years. We will also prepare a short-term plan for 10 years, mid-term plan for 15 years and long-term plan for 20 years.
কেন্দ্রের কাছে ১৩ হাজার কোটি টাকা পায় বাংলা: মুখ্যমন্ত্রী
আজ নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এদিনের বৈঠকে সব দপ্তরের নিয়ে আলোচনা হয়। বৈঠকের পর সাংবাদিকের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী।
তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ
- মোট ১৩৭১৪.৩২ কোটি টাকা কেন্দ্রের কাছে আমাদের পাওনা।
- ১ বছরে সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের পর পথ দুর্ঘটনার হার কমেছে ১৬%, মৃত্যুর হার কমেছে ১৩%, injury কমেছে ১২.৫%। এর জন্য সুপ্রিম কোর্টের কাছ থেকে প্রশংসা পেয়েছে রাজ্য।
- জেলাস্তরে জেলা শাসকের নেতৃত্বে নতুন কমিটি তৈরি হয়েছে প্রথম থেকে সবদিকে নজর রাখার জন্য।
- কোন দপ্তরের উন্নয়নে বরাদ্দ টাকা বাড়তি হলে সেই উদ্বৃত্ত টাকার ২৫% ব্যবহার করা হবে গ্রামীণ রাস্তা তৈরিতে এবং পুরুলিয়া সহ যেসব জায়গায় জলের সমস্যা আছে সেখানে।
- আগামী ২ জানুয়ারি থেকে সব দপ্তরে ই-অফিস চালু হবে। এর ফলে কাজে স্বচ্ছতা আসবে।
- ই- গভর্নেন্স এ প্রথম পুরস্কার পেয়েছে কৃষি, অর্থ, দক্ষতা ও MSME দপ্তর। কন্যাশ্রী প্রকল্প বিশ্বের দরবারে প্রশংসিত হয়েছে। আমরা ই-টেন্ডারিং শুরু করেছি।
- ওরা মুখে বড় বড় কথা বলে, কিন্তু ডিজিটাইজেশন আমরা কাজে করে দেখিয়েছি। সব স্কলারশিপের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যায়।
- বন্যায় ক্ষতিগ্রস্তদের ১৮৫ কোটি টাকা দিচ্ছে রাজ্য দপ্তর।