December 1, 2017
Bengal to spend Rs 70 cr on safety infrastructure in schools

The Bengal Government will be spending Rs 70 crore to improve safety infrastructure in schools.
Developing sound infrastructure in schools with good hygiene and clean environment dominates the State Government’s agenda, said a senior official of the School Education Department at a recent gathering of more than 100 school teachers, including 45 principals, at the CII School Excellence Conclave in Kolkata.
The government is forming safety committees in schools. A total of 25 safety issues have been identified, which includes healthy food, nutrition, protection from outsiders, stopping use of tobacco and drugs in the campus and safeguarding against cyber threats.
The government is also committed to end the practice of bullying by a section of students, according to the official.
রাজ্যের স্কুলগুলিতে নিরাপত্তা পরিকাঠামো উন্নয়নে ৭০ কোটি রাজ্য সরকারের
রাজ্যের স্কুলগুলির নিরাপত্তা পরিকাঠামো উন্নয়নে রাজ্য সরকার ব্যয় করবে ৭০ কোটি টাকা।
সদ্য অনুষ্ঠিত সিআইআই স্কুল এক্সসেলেন্স কনক্লেভে ১০০টিরও বেশী স্কুল শিক্ষক ও ৪৫টি স্কুল প্রিন্সিপালদের উপস্থিতিতে স্কুল শিক্ষা দপ্তরের এক আধিকারিক বলেন, প্রত্যেকটি স্কুলে পরিচ্ছন্ন পরিবেশ তৈরী করতে উদ্যোগী রাজ্য।
রাজ্য সরকার স্কুলে স্কুলে গড়ে তুলছে নিরাপত্তা কমিটি। মোট ২৫টি নিরাপত্তা-সম্বন্ধীয় বিষয় চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে যেমন আছে পরিষ্কার খাবার, পুষ্টিকর খাবার, তেমনই বহিরাগতদের থেকে সুরক্ষা, তামাক ও মাদক দ্রব্যের ব্যবহার নিষিদ্ধ করা ও সাইবার থ্রেটের বিরুদ্ধে তৈরী থাকার বিষয়েও নজর রাখবে এই কমিটি।
Source: Asian Age