August 24, 2017
Bengal CM appeals for harmony during festive season

The Chief Minister attended a meeting with organisers of Durga Puja in the city. Representatives of all religions were also present in the meeting held in Netaji Indoor Stadium on Wednesday.
The Chief Minister said immersion of idols will take place till 6 pm on Dashami that is on September 30. There will be no immersion on October 1. Idol immersion will resume on October 2 and continue till October 4.
She urged the Puja organisers to take necessary measures so that no one can get even a small opportunity to create trouble during the festival. She also urged the Puja organisers to distribute footballs among children as the FIFA Under-17 Football World Cup is going to start soon after the Puja and Kolkata is the host city.
The CM said that guests from different parts of the world, who will be pouring into the city for the World Cup, will also be invited to be in the carnival that will be taking place on Red Road on October 3.
উৎসবের দিনগুলিতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বার্তা মুখ্যমন্ত্রীর
গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দুর্গা পুজো আয়োজকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সকল ধর্মের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এই বৈঠকে।
মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে আগামী ৩০শে সেপ্টেম্বর (বিজয়া দশমীর দিন) সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রতিমা ভাসান দেওয়া যাবে।একাদশীর দিন (মানে ১লা অক্টোবর) কোনও বিসর্জন হবে না। ২রা থেকে ৪ঠা অক্টোবর আবার প্রতিমা বিসর্জন দেওয়া যাবে।
উৎসবের দিনগুলোতে সম্প্রীতি ও সংহতি বজায় রাখার আহ্বান জানান মুখ্যমন্ত্রী, যাতে কেউ কোনওরকম অশান্তি সৃষ্টি করতে না পারে। দুর্গা পুজোর ঠিক পর পরই অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে কলকাতায়। তাই মুখ্যমন্ত্রী পুজো আহ্বায়কদের আর্জি জানান শিশুদের মধ্যে ফুটবল বিতরণ করার জন্য।
৩রা অক্টোবর রেড রোডে অনুষ্ঠিত হতে চলা বিসর্জন কার্নিভালে আমন্ত্রণ জানানো হবে কলকাতায় আগত বিদেশী পর্যটকদের।