Latest News

May 23, 2017

Bengal’s Kanyashree gets Centre’s praise

Bengal’s Kanyashree gets Centre’s praise

The Union Government has heaped praise on the Bengal Government for its path-breaking Kanyashree Scheme for empowering the girl child.

The commendation for the scheme, a brainchild of Chief Minister Mamata Banerjee, came from the Centre during a conference of officials from the Women and Child Welfare Departments of all the States held in New Delhi on May 18.

The scheme is on its way to touch the figure of 40 lakh enrolments in the next few months.

 

কন্যাশ্রী নিয়ে কেন্দ্রের প্রশংসা কুড়ালো মমতার সরকার

কন্যাশ্রী নিয়ে কেন্দ্রের ভূয়সী প্রশংসা কুড়ালো রাজ্য সরকার। ১৮ই মে নতুন দিল্লিতে বিভিন্ন রাজ্যের নারী ও শিশুকল্যাণ দপ্তরের আধিকারিকদের নিয়ে একটি সচিব পর্যায়ের বৈঠক করে কেন্দ্রীয় সরকার। সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী প্রকল্পের প্রশংসা করা হয়।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের কন্যাশ্রী প্রকল্পের প্রশংসা করে কেন্দ্র জানিয়েছে, রাজ্যে কন্যাশ্রী নিয়ে খুব ভাল কাজ হচ্ছে। উল্লেখ্য, এই মুহূর্তে রাজ্যের প্রায় ৪০লক্ষ মেয়ে এই কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পাচ্ছে।