May 3, 2017
Bengal is the model among States to combat Left-Wing Extremism

Bengal Chief Minister Mamata Banerjee on Tuesday said that the State Government had issued notification for the surrender and rehabilitation of Naxalites with incentives, providing gainful employment and entrepreneurial opportunities to surrendered Naxalites, so that they become a part of mainstream.
In that effect 328 Left Wing Extremists have surrendered. This includes 111 Maoists in 2017 (till date) and 205 surrenderees have already been enrolled as Special Home Guards, the CM posted on her Facebook page.
She informed that apart from employment, surrendering Maoists get financial incentives as well as assistance for housing, medical and child education, as per norms set up by the government.
মাওবাদীদের মূল স্রোতে ফেরাতে বাংলাই মডেল
নকশাল ও মাওবাদীদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। মঙ্গলবার ফেসবুকে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন ফেসবুকে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে এখনও পর্যন্ত ১১ জন মাওবাদী সহ ৩২৮ জন অতি বাম সমর্থক আত্মসমর্পণ করেছে। এর মধ্যে ২০৫ জনকে হোম গার্ড পদে নিয়োগ করা হয়েছে। আরও ৯ জনের চাকরি দেওয়ার প্রক্রিয়া চলছে। সব মিলিয়ে ২২৫ জনের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও জানান কর্মসংস্থান ছাড়াও আর্থিক সহায়তা, বাড়ি তৈরী, চিকিৎসা, সন্তানদের পঠনপাঠনেও সাহায্য করবে রাজ্য সরকার।
Here is her full post on Facebook: