April 26, 2017
BJP is jealous of development in Bengal: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today lashed out at the Centre for withholding funds for the State; she said BJP is jealous of the development in Bengal and hence non-BJP ruled States were deprived of funds.
“I am stating with figures what Bengal can do, others cannot do; more so with the huge debt burden that was incurred by the Left. We do not make false promises to win elections,” the CM said.
“Agriculture growth in India is 1.1% while that of Bengal is 6%. Growth in service sector in India is 9% and that of Bengal is 13.99%. Industrial growth in India is 7% and that of Bengal is 10 per cent,” she added.
“Institutional delivery has increased from 65% to 90%. Infant mortality has reduced from 32 to 26 per 1000 live births. We do not need lectures from them. Let them show one State where healthcare is free. I challenge them to compare the figures of infant mortality in Bengal and Gujarat,” she said.
The Chief Minister wondered if the claims of Bengal lagging in agriculture are true, how has the State received Krishi Karman award 5 years in a row from Government of India since 2011. She wanted to know from the Centre what happened to the promise of taking over 7 sick tea gardens in north Bengal. She accused the Centre of depriving Bengal by planning to shift the headquarters of Tea Board to Assam.
“Instead of working for the people, BJP is running malicious propaganda campaign on social media,” the Chief Minister added.
বাংলার উন্নয়নে বিজেপির খুব হিংসা: মমতা বন্দ্যোপাধ্যায়
আলিপুরদুয়ারে প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, “আমার তথ্যই কথা বলবে। আমি বাজে কথা কম বলি, মিথ্যে ভাষণ কম দিই, ভোটে জেতার জন্য কুতসার রাজনীতি কম করি, যেটুকু কথা বলার সেটুকুই বলি। গুজরাটে অপুষ্টিতে মৃত্যুর হার কত? বাংলায় কত? আমি চ্যালেঞ্জ করছি, গুজরাটে অপুষ্টিতে শিশু কত আক্রান্ত? বাংলায় কত? এত দেনা শোধ করেও?”
মুখ্যমন্ত্রী বলেন, “দেনা আমরা করি নি, সিপিএম করেছে। কেন সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের পারমিট করেছিল দেনা করবার জন্য? আর দেনা যতক্ষণ সম্পূর্ণ শোধ না হয়, সেটা লাফিয়ে লাফিয়ে বাড়ে। আমরা এফারবিএম চালু করেছি, সেটাতে যে টাকা নেওয়া হয়, সবটাই দেনা দিতে চলে যায়, একটা টাকাও আমাদের কাজে লাগে না। এই দেনার যে টাকা, সেই টাকার টোটাল টাই কেন্দ্রীয় সরকারকে দিতে চলে যাচ্ছে। ৪০,০০০ কোটি টাকা কেন কাটে আমাদের থেকে? আবার বড় বড় কথা, বড় বড় ভাষণ। রেশন দেওয়ার ক্ষমতা নেই শুধু ভাষণ।”
পরিসংখ্যান দিয়ে মুখ্যমন্ত্রী বলেন বাংলা এগিয়ে চলেছে। “এগ্রিকালচারাল গ্রোথ ইন্ডিয়া ১.১% আর বেঙ্গল অ্যাবাউট ৬%; সার্ভিস সেক্টর, ইন্ডিয়া–৯.২% বেঙ্গল–১৩.৯৯%; ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ ইন্ডিয়া-৭.৩% বেঙ্গল-১.০.৫৯%; আর জিডিপি, ২০১০-১১য় ছিল ৪.৬ লক্ষ কোটি, ১৫-১৬য় এটা ৯.৩৯ লক্ষ কোটি হয়েছে। যদি এগ্রিকালচারাল গ্রোথ আমাদের খারাপ হয়, পরপর পাঁচ বছর পশ্চিমবঙ্গ সরকার ভারত সরকারের কৃষি কর্মন অ্যাওয়ার্ড পেল কি করে?”
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলাকে জ্ঞ্যান দিয়ে লাভ নেই। বাংলা যা পারে, অন্যরা কেউ তা পারে না। আমরা ৩৬৫ দিন কাজ করি, ৩৬৫ দিন মানুষের কাছে থাকি।”
তিনি আরও বলেন, “নির্বাচনের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল সাতটা চাবাগান অধিগ্রহন করবে, আজ পর্যন্ত একটা কেউ টেকঅভার করেছে? উপরন্তু বাংলায় চা বাগান বেশী বলে, আমাদের কলকাতায় যে টি বোর্ডের অফিস আছে, সেই টি বোর্ডের অফিসটা হস্তান্তর করে আসামে নিয়ে যাচ্ছে। আমার আপত্তি নেই আসামে যদি আরেকটা করে, কিন্তু বাংলাকে বঞ্চনা কেন?”