Latest News

April 19, 2017

Mamata Banerjee hits out against hate and malicious political campaign on social media

Mamata Banerjee hits out against hate and malicious political campaign on social media

Bengal Chief Minister and Chairperson of All India Trinamool Congress Mamata Banerjee today hit out against the hate and malicious political campaign on social media. She accused “one section of religious group, belonging to a political party ruling at the Centre and also in the name of their sister organizations and others (either in their real names or fictitious names – আসল নামে ও বেনামে – असली नाम या बेनाम) are distorting my views, opinions, sayings and thus misleading people with my photos through some fake accounts.”

“I strongly condemn such scandalous activities by the so-called Hindu zealots. This type of communal forces, with their political vendetta, is maligning people. They cannot fight the battle politically and also on developmental front with me. So they are launching personal attack and using hate-campaign through social media. Those are sponsored by various persons and organizations,” she added.

“Our fight will continue and let us join hands together against these hate and malicious political campaign,” the Bengal CM said.

Here is the full post by Mamata Banerjee:

 

 

সোশ্যাল মিডিয়ায় আমার বক্তব্য বিকৃত করে কুৎসা করছে বিজেপি: মমতা বন্দ্যোপাধ্যায়

ওড়িশায় গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিজেপি–‌র বিরুদ্ধে তোপ দাগলেন। বুধবার পুরীর মন্দিরে তিনি পুজো দেন। মিডিয়াকে মমতা বলেন, বিজেপি পুবের দিকে তাকালে আমি দিল্লির দিকে তাকাব। ওড়িশার মাটিতে দাঁড়িয়ে মমতা বলেন, অ–‌বিজেপি শাসিত রাজ্যগুলির ওপর বিজেপি বেশি অত্যাচার করছে। আঞ্চলিক দলগুলির জোট বাঁধার প্রয়োজন। বিজেপি মনে করে, বাংলা, ওড়িশা, বিহার–‌সহ অ–‌বিজেপি শাসিত রাজ্যগুলি খারাপ। তাই তাদের ওপর যত পারো অত্যাচার করো। মমতা বলেন, কীসের ভাল বিজেপি?‌ ওরা তো দাঙ্গা লাগাতে চাইছে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাইছে। শান্ত বাংলাকে অশান্ত করতে চাইছে বিজেপি।

মমতা মিডিয়াকে বলেন, নারদ কাণ্ড বিজেপি–‌র চাল। নিজেদের স্বার্থে ওরা এ কাজ করছে। মমতা নিজেকে প্রকৃত হিন্দু বলে দাবি করেন। পাশাপাশি তিনি বলেন, বিজেপি হিন্দুত্বের কলঙ্ক। ওরা আমাকে ব্যক্তিগত আক্রমণ করছে। এর জবাব মানুষ দেবে।

ফেসবুকে মমতা

এদিন তাঁর নামে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে তাঁর মতামত ‌ও বক্তব্যকে বিকৃত করার অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নিজের ফেসবুক পোস্টে মমতা জানালেন, কিছুদিন ধরে কেন্দ্রের শাসক দলের ছত্রছায়ায় ‌থাকা বিশেষ একটি ধর্মীয় গোষ্ঠীর লোকজন এভাবে তাঁকে জনসমক্ষে হেয় করার চেষ্টা চালাচ্ছে। তথাকথিত হিন্দুত্ববাদী তকমা তাদের গায়ে। আসলে তারা মৌলবাদী। রাজনৈতিক দুরভিসন্ধি নিয়ে তারা এ–‌সব কাজ করে চলেছে। রাজনৈতিকভাবে না পেরে, উন্নয়নের কর্মযজ্ঞের সামনে দাঁড়াতে না পেরে, এখন তারা সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত আক্রমণের রাস্তা নিয়েছে। এদের পিছনে রয়েছে কিছু ব্যক্তি আর সংগঠন। তাদের কাছ থেকে হিন্দুত্ব শেখার কিছু নেই। হিন্দুত্ব ধর্মীয় সহিষ্ণুতা শেখায়। হিন্দু ধর্ম তথাকথিত এই হিন্দুত্ববাদীদের একচেটিয়া নয়। ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্রই আমাদের ঐতিহ্য। আম্বেদকরের তৈরি সংবিধান সেই রক্ষাকবচ দিয়েছে। দেশ ও দেশের মানুষের জন্য আমাদের জীবন উৎসর্গিত। ওদের ও–‌সব জঘন্য প্রচার আমাদের আঘাত করতে পারবে না। ঐক্যই আমাদের শক্তি। ওই সব গুজব বা মিথ্যা প্রচারে কান না দেওয়ার জন্যও সকলের কাছে আবেদন রেখেছেন মুখ্যমন্ত্রী।