April 10, 2017
The iconic Kolkata Gate to be inaugurated before the Pujas

The state of art Kolkata Gate, which will be another feather on the city’s cap is expected to be inaugurated before the Durga Pujas this year. The Gate is being constructed at the third rotary traffic island, near Rabindra Tirtha / Hidco Bhavan.
An idea of Bengal Chief Minister Mamata Banerjee, the design of the Kolkata Gate was finalised in 2015. A committee headed by architect Dulal Mukherjee was formed which evaluated the designs from various architects from around the country.
Kolkata Gate would be all steel and tower over all structures in the vicinity at a height of 55m. The four “legs” of the gate would be placed on concrete structures at the traffic island and will also support a round spherical tunnel, which will be at a height of around 25 meters. The State Government may open a restaurant on the tunnel too.
মুখ্যমন্ত্রীর স্বপ্নের ‘কলকাতা গেট’ বৃদ্ধি করবে তিলোত্তমা কলকাতার সৌন্দর্য
তিলোত্তমা কলকাতার সৌন্দর্যের মুকুটে আরও একটি পালক যুক্ত হতে চলেছে। নিউটাউনে তৈরী হচ্ছে ‘কলকাতা গেট’ যার উদ্বোধন হবে দুর্গা পুজোর আগেই। এই গেট’টি তৈরি হচ্ছে রবীন্দ্র তীর্থ ও হিডকো ভবনের কাছে তৃতীয় রোটারি ট্রাফিক আইল্যান্ডে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিস্কপ্রসূত এই গেট’টির নকশা চূড়ান্ত হয় ২০১৫ সালে। স্থাপত্যশিল্পী দুলাল মুখোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত একটি কমিটি সারা দেশের বিভিন্ন স্থপতির থেকে আসা নকশা বিচার করেন।
কলকাতা গেট তৈরি হবে সম্পূর্ণ ইস্পাত দিয়ে। এর উচ্চতা হবে ৫৫ মিটার। ট্রাফিক সিগনালের চার মাথায় এই গেটের চারটি ‘পা’ থাকবে কংক্রিটের নির্মাণের ওপর। এর ওপরে ২৫ মিটার উচ্চতায় একটি ‘গোলাকার সুড়ঙ্গ’ তৈরী হবে। সেখানে একটি ‘ঝুলন্ত’ রেস্টুরেন্ট খোলার পরিকল্পনাও আছে রাজ্য সরকারের।