Latest News

April 3, 2017

Bengal will not tolerate any discrimination: Mamata Banerjee

Bengal will not tolerate any discrimination: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today said that the State won’t tolerate any discrimination regarding funds from the Centre.

She demanded to know why the Centre has stopped funds for Backward Regions Grant Fund (BRGF) and development in Left Wing Extremism affected areas. She said that while Bengal has 88 fast-track courts and 45 women’s police stations, Gujarat has zero fast track courts. Yet, Centre allocated Rs 400 crore to Gujarat while Bengal received nothing.

She said that banks are not sanctioning loans to self-help groups under Anandadhara scheme. Students are not getting money under Swami Vivekananda Means cum Merit Scholarship. She said banks cannot deprive people like this.

The Chief Minister also said that while the State has started a Rs 500 crore water supply project named ‘Jala Tirtha’, the Centre was yet to take any action regarding Ghatal Master Plan.

 

কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী

আজ আরও একবার কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন বাংলা কোনও রকম বঞ্চনা মেনে নেবে না।

পিছিয়ে পড়া এলাকার উন্নয়নের জন্য BRGF এর টাকা কেন বন্ধ করে দিয়েছে কেন্দ্র সেই প্রশ্নও করেন মুখ্যমন্ত্রী।

তিনি জানান, “বাংলায় ৮৮টি ফাস্ট ট্র্যাক কোর্ট রয়েছে, গুজরাতে শূন্য। অথচ গুজরাতের জন্য বরাদ্দ অর্থের পরিমাণ ৪০০ কোটি টাকা আর বাংলার জন্য কিছু নেই”।

তিনি আরও বলেন আনন্দধারা প্রকল্পে স্বনির্ভর গোষ্ঠীর লোকেদের ঋণ দিচ্ছে না ব্যাঙ্ক। স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ পাচ্ছে না ছাত্রছাত্রীরা

মুখ্যমন্ত্রী জানান, রাজ্য ৫০০ কোটি টাকা জল তীর্থনামে একটি জল সরবরাহ প্রকল্প চালু করেছে। অথচ ঘাটাল মাস্টার প্ল্যানএর জন্য কিছু করেনি কেন্দ্র।