April 2, 2017
People will give a fitting reply to the Centre democratically: Abhishek Banerjee at Diamond Harbour

Trinamool Youth Congress President and Diamond Harbour MP Abhishek Banerjee addressed a huge public meeting at Diamond Harbour today. This was his first public meeting in six months, after he met with an accident last October.
During his speech he thanked the people for their love, support and blessings. He said he is back from near-death experience because of the wishes and prayers of people. Terming this as his ‘second innings’ in politics, Abhishek said we have to reach out to people with a renewed vigour.
“Even if all political parties come together against Trinamool in Panchayat polls, nobody can defeat us. People are with us. There is no alternative to Mamata Banerjee in Bengal. People have rejected the unholy nexus of CPI(M) and Congress,” he said.
Attacking the Centre for its step-motherly attitude, Abhishek said, “We will not bow our heads before Delhi.” He added that the Centre is misusing the agencies to intimidate Trinamool. “But they do not know Trinamool is different from other parties,” Abhishek commented, adding that people will give a fitting reply to the Centre democratically.
He came down heavily against a party that was involved in child trafficking. Demanding a thorough investigation into the issue, he said they have place in Bengal. “We will protect the rights of the people of Bengal,” the MP said.
Abhishek also gave out a strong message of communal harmony at the rally. “There is no difference between Hindus and Muslims. Our culture teaches us ‘Sarva Dharma Samannay’. Swami Vivekananda had said everyone has the freedom to eat what they please,” he said. Nobody has the right to dictate what people will eat, what they will wear, Abhishek added.
Sharpening the attack on BJP, he said Trinamool has fulfilled the promises it made during elections but the Centre has failed to live up to the promises they made.
মানুষ কেন্দ্রকে গণতান্ত্রিকভাবে জবাব দেবে: অভিষেক বন্দ্যোপাধ্যায়
তৃণমূল যুব কংগ্রেস সভাপতি ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ দীর্ঘ ছয়মাস পর একটি জনসভা করলেন। গত বছর অক্টোবর মাসে একটি দুর্ঘটনার পর মৃত্যুর সাথে লড়াই করে সুস্থ হয়ে তিনি ফিরে এলেন জনতার দরবারে।
বক্তব্য রাখার সময় তিনি সকলকে ধন্যবাদ জানান তাদের ভালোবাসা ও আশীর্বাদের জন্য। তিনি বলেন মানুষের আশীর্বাদ ও প্রার্থনার জন্যই তিনি মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে পেরেছেন। আজকের জনসভাকে তিনি তার রাজনৈতিক জীবনের এক নতুন অধ্যায় বলে অভিহিত করেন। তিনি বলেন দলের কর্মীদের মানুষের কাছে নতুন উদ্যমে পৌঁছে যেতে হবে।
সব রাজনৈতিক দল এক হয়ে লড়লেও তৃণমূলকে হারাতে পারবে না। মানুষ আমাদের সাথে আছে। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প নেই। মানুষ সিপিএম ও কংগ্রেসের অনৈতিক জোটকে প্রত্যাখ্যান করেছে,” বলেন অভিষেক।
বাংলার প্রতি বিমাতৃসুলভ আচরণ করায় কেন্দ্রকেও চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন অভিষেক। তিনি বলেন, “দিল্লির কাছে বাংলা হার মানবে না।” তিনি ও বলেন যে নানা এজেন্সির ভয় দেখিয়ে তৃণমূলকে দমাতে পারবেনা কেন্দ্র। মানুষ কেন্দ্রকে গণতান্ত্রিকভাবে জবাব দেবে, বলেন তিনি।
শিশু পাচার নিয়েও সরব হন অভিষেক। তিনি বলেন শিশু পাচারের চাইতে ঘৃণ্য অপরাধ হয় না। পাচারচক্রের সাথে জড়িতদের কড়া শাস্তি দাবি করেন তিনি এবং বলেন যারা এই কাজে যুক্ত তাদের বাংলায় স্থান নেই।
জনসভায় সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাও দেন তরুণ এই সাংসদ। তিনি বলেন, হিন্দু আর মুসলমানের কোনো তফাৎ নেই। আমাদের সংস্কৃতি শেখায় সর্ব ধর্ম সমন্বয়ের কথা। তিনি আরও বলেন যে স্বামী বিবেকানন্দ বলেছিলেন সবার নিজের পছন্দের খাবার খাওয়ার স্বাধীনতা আছে। কেউ ঠিক করে দিতে পারে না কে কি খাবে বা কে কি পরবে।
বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করে অভিষেক বলেন, তৃণমূল নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি পালন করেছে কিন্তু কেন্দ্র এখনও নিজেদের প্রতিশ্রুতি পালনে ব্যর্থ।