November 30, 2016
Trinamool MPs from Cooch Behar and Tamluk take oath in the Lok Sabha

Partha Pratim Roy from Cooch Behar and Dibyendu Adhikari from Tamluk took oath today as members of the Lok Sabha amidst chants of “Joy Bangla” by Trinamool MPs.
In the recent by-election, Dibyendu Adhikari won from Tamluk Lok Sabha seat by defeating his nearest rival by 4.97 lakh votes, up from 2.5 lakh votes in 2014. Partha Pratim Roy won from the Cooch Behar Lok Sabha seat by defeating his nearest rival a margin of 4.1 lakh votes.
Trinamool Congress has 34 MPs in the Lok Sabha, 33% of whom are women.
কুচবিহার ও তমলুকের সাংসদরা শপথ নিলেন লোকসভায়
কুচবিহারের সাংসদ পার্থপ্রতিম রায় এবং তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী আজ লোকসভায় শপথ নিলেন। শপথ চলাকালীন তৃণমূলের অন্যান্য সাংসদরা ‘জয় বাংলা’ স্লোগান দেন।
সদ্য সমাপ্ত উপনির্বাচনে তমলুক লোকসভা কেন্দ্রে দিব্যেন্দু অধিকারী জেতেন ৫ লক্ষ ভোটের ব্যবধানে। কুচবিহারে পার্থপ্রতিম রায় জেতেন ৪ লক্ষ ভোটের ব্যবধানে।
লোকসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা ৩৪, যার এক-তৃতীয়াংশ মহিলা।