Latest News

November 23, 2016

Country not in safe hands under Modi: Mamata Banerjee at Jantar Mantar

Country not in safe hands under Modi: Mamata Banerjee at Jantar Mantar

Bengal Chief Minister Mamata Banerjee, backed by JD-U, SP, NCP and AAP, Wednesday held a demonstration against demonetisation in Delhi and ramped up attack on Prime Minister Narendra Modi, alleging the country was not safe in his hands.

Addressing the gathering at Jantar Mantar, Banerjee alleged that abolition of high-value currency notes had heaped pain on people and snatched away democratic rights of almost every section of the society including farmers, youth, women, labourers and traders, besides halting the country’s economic growth.

Accusing the BJP-led dispensation of “looting” the common man, she wondered why those having Swiss bank accounts were “not touched at all”, and warned that people will teach a “good lesson” to the ruling party in the upcoming assembly polls for implementing a “black law”.

“I can challenge that no one will vote for BJP. If I were you (PM), I would have apologised to the public. Why you are so egoistic? You have branded everyone in the country a black marketeer and have yourself turned into a saint ,” Banerjee said.

In his address, JD-U leader Sharad Yadav questioned the legality of the demonetisation exercise and challenged the Prime Minister to explain to the Parliament how the decision will benefit the country.

The street protest was also addressed by SP’s Dharmendra Yadav, AAP’s Raghav Chadha and NCP’s Majid Memon.

Referring to Tuesday’s bypoll results, the TMC chief said BJP’s victory margins have come down significantly in Madhya Pradesh and that Modi has left the country in the lurch (Modiji ne desh ka barah baja diya).”

Didi said she will continue her fight till woes of the people are not addressed, adding she will also support a country-wide protest called by the Opposition parties on November 28 against demonetisation.

 

এর শেষ দেখে ছাড়বো: যন্তর মন্তরে মমতা বন্দ্যোপাধ্যায়

জেডিইউ, সপা, এনসিপি, পিএনএস, ও আপের উপস্থিতিতে আজ যন্তর মন্তরে ধর্ণা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। নোট বাতিল ইস্যুতে দেশব্যাপী আন্দোলনের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মোদির হাতে দেশ সুরক্ষিত নেই।

যন্তরমন্তরে উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে দিদি বলেন, এই সরকার ৫০০ ও ১০০০ টাকা মূল্যের নোট বাতিল করে মানুষকে দুর্ভোগের মধ্যে ঠেলে দিয়েছে, তাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। কৃষক, যুব, মহিলা, শ্রমিক, ব্যবসায়ী সকলেই ভুক্তভোগী।

বিজেপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, সুইস ব্যাংকে রাখা কালো টাকার দিকে কেন হাত বাড়ানো হচ্ছে না? তিনি চ্যালেঞ্জ করে বলেন আগামী নির্বাচনগুলোতে মানুষ বিজেপিকে উপযুক্ত শাস্তি দেবে।

“আমি চ্যালেঞ্জ করে বলছি, কেউ আপনাদের ভোট দেবে না। আমি যদি প্রধানমন্ত্রী হতাম, আমি করজোড়ে ক্ষমা চাইতাম জনগণের কাছে। ওনার এত অহংকার কিসের? আপনি দেশের সবাইকে কালোবাজারির তকমা লাগিয়ে দিয়েছেন, আপনি নিজে কি সাধু?” মমতা বন্দ্যোপাধ্যায় বলেন।

জেডিইউ নেতা শরদ যাদব এই নোটবাতিল সিদ্ধান্তের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি প্রধানমন্ত্রীকে সংসদে এসে বিমুদ্রিকরণ নিয়ে বিবৃতি দিতে বলেন।

আজ ধর্নায় সপার ধর্মেন্দ্র যাদব, আপের রাঘব চাড্ডা ও এনসিপির মজিদ মেমন, পিএনএসের অখিলেশ কাটিয়ারও বক্তব্য রাখেন।

গতকাল প্রকাশিত হওয়া উপনির্বাচনের ফলাফলের তথ্য তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মধ্যপ্রদেশে বিজেপির জেতার মার্জিন একদম তলানিতে এসে ঠেকেছে; মোদীজি সারা দেশের বারোটা বাজিয়ে দিয়েছেন।

তিনি আরও বলেন, তিনি এই লড়াইয়ের শেষ দেখে ছাড়বেন।