November 21, 2016
Catch the cheaters and black money hoarders but spare the common people: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee, today announced that she will be visiting Delhi tomorrow. Stating that she will be on road, again, protesting against the public distress resulted due to the note ban policy, she said that she is ready to join any political program over the issue.
She will also address rallies in Lucknow, Bihar and Punjab. “I have no personal interests. I am doing this for the sake of the people of the country,” Didi added.
Mamata Banerjee also said that the central government is confused over the demonetisation policy as they have rolled back at least 15 decisions since the implementation of the policy on November 8. She suggested the Centre to come up with a proper plan of action instead of the announcement of changes on a daily basis.
Accusing the Modi-implemented note-ban policy of depriving the common people of their white money, the West Bengal CM said, “Black money has turned more black and the lower middle class, traders, daily wagers, housewives are the worst sufferers.”
“Catch the cheaters and black money hoarders but spare the common people,” she appealed to the Centre.
কালো টাকার মালিকদের ধরুন, সাধারণ মানুষকে রেহাই দিন: মমতা বন্দ্যোপাধ্যায়
নোট বাতিলকে কেন্দ্র করে দেশের জনসাধারণকে যে অসীম দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে, তারই প্রতিবাদে দিল্লির রাজপথে নেমে আন্দোলনে নামার কথা আজ ঘোষণা করলেন বাংলার মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এও জানান এই ইস্যুতে তিনি যে কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে প্রস্তুত। আগামীকাল তিনি দিল্লি পৌঁছাবেন।
দিল্লির পর লখনউ, বিহার ও পাঞ্জাবেও সভা করবেন দিদি। তিনি বলেন “এই আন্দোলনে আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। আমি এই আন্দোলন করছি শুধুমাত্র দেশের মানুষের জন্য।”
নোট বাতিলকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকার যে দিশাহীনতার পরিচয় দিয়েছে, সেই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলেন, “৮ তারিখ নোট বাতিল ঘোষণার পর থেকে আজ অবধি অন্তত ১৫টি সিদ্ধান্ত তারা বদলে ফেলেছে।” তিনি কেন্দ্রীয় সরকারকে আহ্বান জানান যথাযত পরিকল্পনা গ্রহণ করে তারপর এই সিদ্ধান্ত কার্যকর করতে, প্রতিদিন নিজেদের ঘোষণা না বদলাতে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, “কালো টাকা আরো কালো হয়ে যাচ্ছে। নিম্ন মধ্যবিত্ত, ব্যবসায়ী, দিন মজুর, গৃহবধূরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।”
কেন্দ্রীয় সরকারকে তিনি আর্জি জানান, “কালো টাকার মালিকদের ধরুন, সাধারণ অসহায় মানুষকে রেহাই দিন।”