November 21, 2016
PM equating corruption with anyone who opposes his policy: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee on Sunday said that the Prime Minister was attacking anyone who opposes his policy, retorting to his charge that political leaders behind multi-crore chit fund scams are attacking him over demonetisation.
“Pradhan Mantriji, you are equating corruption with anyone who opposes your policy. Are you the only magician?” Mamata Banerjee said in a tweet this evening, reacting to Modi’s remarks seen as sharp attack on the Trinamool Congress Chairperson.
“Listen to the voice of the people. Feel their pain. People will not forgive you for this. They are suffering,” she said in another tweet.
She also posted a poem on her Facebook page.
প্রধানমন্ত্রীর বিরোধিতা করলেই দুর্ণীতিগ্রস্তের তকমা দেওয়া হচ্ছে: মমতা বন্দ্যোপাধ্যায়
রবিবার নোট বাতিল ইস্যুতে কড়া ভাষায় প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারাই প্রধানমন্ত্রীর বিরোধিতা করেন, তাদের দুর্ণীতিগ্রস্তের তকমা দেওয়া হয়, রবিবার ট্যুইট করে বলেন মুখ্যমন্ত্রী।
কড়া ভাষায় প্রধানমন্ত্রীর নিন্দা করে তিনি বলেন, “প্রধানমন্ত্রী, আপনার সিদ্ধান্তের যারাই বিরোধিতা করছেন তাদের আপনি দুর্নীতিগ্রস্তের তকমা দিচ্ছেন, আপনি কি একাই জাদুকর?”
তিনি আরও বলেন, “”মানুষের কথা শুনুন, তাদের দুঃখ বুঝুন। জনগণ তাদের এই চূড়ান্ত দুর্ভোগের জন্য আপনাকে কখনো ক্ষমা করবে না।”