Latest News

November 14, 2016

Mamata Banerjee to join Opposition leaders to meet President over demonetisation woes

Mamata Banerjee to join Opposition leaders to meet President over demonetisation woes

On Sunday, Trinamool Chairperson and Bengal Chief Minister said Mamata Banerjee said she spoke to the President of India on the issue of demonetisation and he has kindly consented to meet her and leaders of other Opposition parties on November 16 or 17.

Mamata Banerjee gave a call for a “joint movement” by Opposition parties against the Centre to give people some respite from the ongoing “financial anarchy” that has been caused due to the decision to demonetise Rs 1,000 and Rs 500 notes.

She later tweeted: “The Hon President was kind enough to take my call now. I briefed him about how common people are suffering because of demonetization. I thank him for agreeing to meet reps of political parties on Nov 16 or 17 where we will brief him in detail on the grim situation.”

She also spoke to leaders of various parties and requested them to accompany her to meet the President.

In another tweet Mamata Banerjee stated: “This is not an ego battle. I humbly appeal again to the Govt at the Centre. Save the common people from more suffering,and the country from financial catastrophe, by withdrawing this hasty decision. 1st pl put a proper action plan in place.Breathing space for people. Today I spoke with several political leaders regarding a joint movement and to meet Rashtrapati Ji together. Let us all fight this together to give relief to common citizens, the poor and stop this financial anarchy.”

 

নোট বাতিল নিয়ে রাষ্ট্রপতির সাথে কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

নোট নিয়ে তাঁর তীব্র প্রতিবাদ এবার তিনি ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে চান। তিনি চান দেশ জুড়ে বিরোধী ঐক্য গড়ে তুলতে। তাই এবার কোমর বেঁধে ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁর প্রতিবাদে সামিল হতে সব বিরোধী দলের কাছে আবেদনও জানিয়েছেন তিনি। সমস্ত দলের প্রতিনিধিদের নিয়ে তিনি রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গেও দেখা করতে চেয়ে রবিবার রাষ্ট্রপতিকে ফোনও করেন। সময় পেয়েছেন। আগামী বুধবার দুপুর দেড়টায় মমতা ব্যানার্জি যাবেন রাষ্ট্রপতির কাছে। মমতার সঙ্গে ফোনে কথা হয়েছে বেশ কয়েকজন বিরোধী নেতার।

মমতা ব্যানার্জি রবিবার টুইট করে জানিয়েছেন, ব্যাঙ্ক ও এ টি এমের সামনে টাকা তোলার জন্য যাঁরা লাইন দিয়েছেন, তাঁদের অপমান করা হচ্ছে। তিনি এদিন বিনম্রচিত্তে কেন্দ্রের কাছে নোট বাতিলের বিষয়টি পুনর্বিবেচনার করার আবেদন জানিয়েছেন। তিনি বলেছেন, এটা কোনও ইগোর লড়াই নয়। সাধারণ মানুষকে স্বস্তি দিতে সব দলের একসঙ্গে নামা উচিত। তিনি অর্থনৈতিক নৈরাজ্য বন্ধ করার ডাক দিয়েছেন। তিনি জানিয়েছেন, অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টিকারী হঠকারী সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত। আগে সঠিক পরিকল্পনা করা উচিত ছিল। যেখানে সাধারণ মানুষ স্বস্তি পেত। সাধারণ ও গরিব মানুষকে হয়রানি থেকে মুক্তি দিতে অর্থনৈতিক নৈরাজ্য বন্ধ হওয়া উচিত।

নোট বাতিল নিয়ে মানুষের হয়রানি দেখতে শনিবার রাজপথে নেমেছিলেন মমতা ব্যানার্জি। শরৎ বোস রোড, ভবানীপুর আশুতোষ মুখার্জি রোডে বেসরকারি ব্যাঙ্কে যান। এ টি এমের অবস্থাও দেখেন। নোট বাতিলের ঘোষণার দিন মমতা ব্যানার্জিই প্রথম প্রতিবাদের সুর চড়িয়ে বলেন, এই সরকারকে বরখাস্ত করা উচিত। তুঘলকি সিদ্ধান্ত। অনেক মানুষ আত্মহত্যা করতে পারেন। গরিব মানুষ টাকা রাখবে কোথায়?‌

শনিবার নবান্নে মিডিয়াকে বলেন, সাধারণ মানুষের হয়রানি চোখে দেখে এলাম। অর্থনৈতিক জরুরি অবস্থা চলছে। কেন ব্যাঙ্ক, এ টি এমে টাকা থাকবে না?‌ লাইন দিয়ে সাধারণ মানুষকে কেন শূন্য হাতে ফিরে যেতে হচ্ছে?‌ ২০০০ টাকা নিয়ে মানুষ কী করবে?‌ দোকানদার নিচ্ছে না। ভাঙাতে পারছে না। ১০০ টাকা বেশি পাওয়া যাচ্ছে না। আমি আবার রাজপথে নামব।‌‌‌