Latest News

October 28, 2016

Forest dept to give special training to employees to curb poaching

Forest dept to give special training to employees to curb poaching

To check the incidents of poaching in the forests of north Bengal, the state forest department is planning to provide special training to its employees conducting vigil.

The department will not only provide incentives to the people who will gather information on the poachers, but they will be also be given various prizes for their job.

The department has a plan to give special training to the forest protection committee members as well. The forest dwellers will be involved in the plan. Training would be given to the local villagers. The people who will be a part of the plan will be brought under a security cover apart from the monetary benefits.

 

উত্তরবঙ্গের জঙ্গলে চোরাশিকার রুখতে নয়া উদ্যোগ রাজ্যের

উত্তরবঙ্গের জঙ্গলে চোরা শিকার রুখতে এক নতুন উদ্যোগ নিতে চলেছে রাজ্য বন দপ্তর। চোরা শিকার দমনে কর্মীদের প্রশিক্ষণ দেবে বন দপ্তর। স্থানীয় মানুষদের মধ্যে সচেতনতার প্রসারও করা হবে ।
যে সকল মানুষ চোরা-শিকারিদের ব্যাপারে তথ্যপ্রদান করতে পারবেন তাদের পুরস্কৃত করা হবে। আর্থিক পুরস্কার দেওয়ারও পরিকল্পনা রয়েছে।
প্রশিক্ষণ দেওয়া হবে বনরক্ষা কমিটির সদস্যদেরও। যারা চোরা-শিকারিদের ব্যাপারে তথ্যপ্রদান করতে পারবেন তাদের সুরক্ষার ব্যবস্থাও করবে বন দপ্তর।