Latest News

September 29, 2016

Bengal CM declares Hooghly, North 24 Parganas as ODF districts

Bengal CM declares Hooghly, North 24 Parganas as ODF districts

Bengal Chief Minister Mamata Banerjee declared Hooghly as an open-defecation free (ODF) district at the administrative meeting in Chinsurah today. North 24 parganas was also declared as an ODF district.

Nadia was declared as the country’s first ODF district on April 30, 2015. The State Panchayat and Rural Development Department has taken steps to make all the districts in Bengal open-defecation free by March 2019.

April 30 is celebrated as Nirmal Bangla Dibas in the State.

The CM held an administrative meeting in Chinsurah today where the chief secretary, additional chief secretaries and other senior officials were present. She then inaugurated a slew of projects.

 

 

হুগলী ও উত্তর ২৪ পরগনাকে নির্মল জেলা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

নদিয়ার পর উত্তর ২৪ পরগনা এবং হুগলী জেলা যুগ্মভাবে রাজ্যের দ্বিতীয় নির্মল জেলার ‘শিরোপা’ পেল। আজ হুগলী জেলার চুঁচুড়ায় প্রশাসনিক বৈঠকের সময় এই দুই জেলাকে নির্মল জেলা হিসেবে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বাড়ি বাড়ি শৌচাগার নির্মাণের মাধ্যমে শহর ও গ্রামের পরিচ্ছন্নতা বজায় রাখা, স্কুলে স্কুলে স্বাস্থ্যবিধি মেনে মিড ডে মিলের খাবার পরিবেশন সহ একগুচ্ছ লক্ষ্য মাত্রা পূরণ হওয়ায় এই পুরস্কার দেওয়া হচ্ছে।

মিশন নির্মল বাংলাকে সামনে রেখে এই জেলায় অনেক ‘কমিউনিটি টয়লেট’ তৈরি করা হয়েছে। উত্তর ২৪ পরগনা জেলা একদিনে একসঙ্গে ২৫ লক্ষ মানুষকে হাত ধোয়ানোর কর্মসূচিতে অংশগ্রহণ করানোর ফলে ‘বিশ্ব রেকর্ড’ করে ফেলেছে। এমনকি গিনেস বুক অফ রেকর্ডেও মনোনয়ন মিলেছে এই জেলার।

বৃক্ষরোপণ কর্মসূচীর ওপর জোর দেওয়া হয়েছে এবং নির্মল উত্তর নামে ব্যানার টাঙিয়ে প্রশাসনের তরফে সচেতনতা কর্মসূচীও করা হয়েছে। হুগলী জেলাতেও শৌচালয় নির্মাণের কর্মসূচী সফল হয়েছে।