September 16, 2016
Consumer Protection Fair begins in Kolkata

Bengal government has always been proactive in protecting the rights of the consumers and ensuring they are not duped by any company. To that effect, a three-day Consumer Protection Fair began in Kolkata on Thursday.
The three-day fair was inaugurated at Netaji Indoor Stadium yesterday. It will be open for public from 2 PM to 8 PM everyday. Cultural functions and seminars will be held everyday to spread more awareness among people.
কলকাতায় শুরু হল ক্রেতা সুরক্ষা মেলা
জনসাধারণের স্বার্থ রক্ষায় সর্বদা তত্পর পশ্চিমবঙ্গ সরকার। জনসাধারণ যাতে কোনো ভাবে প্রতারিত বা বঞ্চিত না হন তার জন্য ক্রেতা সুরক্ষা দফতর সাফল্যের সঙ্গে কাজ করে চলেছে। সেই লক্ষ্যেই প্রতি বছরের মতো এবছরও শুরু হলো ক্রেতা সুরক্ষা মেলা।
গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদ্বোধন হলো তিন দিন ব্যাপী এই মেলার। এই মেলা চলবে প্রতিদিন দুপুর দুটো থেকে রাত নয়টা অবধি। মেলায় প্রতিদিন দুপুরে সেমিনার ও সন্ধ্যে বেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
নানা বিষয়ে চলবে সেমিনার জনগণকে আরো সচেতন করতে।