September 15, 2016
Mamata Banerjee chronicles her Singur andolan in a book

The historic Singur Andolan will now be chronicled in a book which has been written by none other than Mamata Banerjee, who had been at the helm of the mass movement. The movement had lent a voice to millions of the farmers and working-class people who have been fighting for their rights.
At the Singur Diwas rally, Mamata Banerjee said that she has already started penning a book on Singur.
It was the Singur Land Movement that started a nationwide debate on the draconian 1894 land acquisition act and finally forced the Centre to draft a new legislation.
The new book, which is expected to be released at the Kolkata International Book Fair 2017, will feature the leader’s experiences and thoughts relating to the Singur Movement.
Mamata Banerjee has so far authored 63 books, including ten in English, all of which have been bestsellers.
সিঙ্গুর আন্দোলন নিয়ে বই লিখছেন মমতা বন্দ্যোপাধ্যায়
সিঙ্গুরের ১০ বছরের ঐতিহাসিক আন্দোলন এবার নথিভুক্ত হবে বইয়ের পাতায়। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক ও শ্রমিদের অধিকার রক্ষার লড়াইয়ের বৃহত্তর আন্দোলন নিয়ে বই লিখবেন।
সিঙ্গুর দিবসের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে, ইতিমধ্যেই সিঙ্গুরের আন্দোলন নিয়ে তিনি একটি বই লিখছেন।
এটি সিঙ্গুরের সেই জমি আন্দোলন, ১৮৯৪ সালের ভূমি অধিগ্রহণ আইন যা নিয়ে দেশব্যাপী বিতর্ক শুরু হয়েছিল এবং পরিশেষে কেন্দ্র একটি নতুন আইন প্রণয়ন করতে বাধ্য করেছিল।
২০১৭ সালের আন্তর্জাতিক কলকাতা বইমেলায় যে নতুন বইটি মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে তা সিঙ্গুর আন্দোলন নিয়েই রচিত হবে।
এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ৬৩টি বই (এর মধ্যে ১০টি ইংরেজি) ইতিমধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছে।