September 14, 2016
We have 1,000 acres of land in Goaltore for industry: Bengal CM

Stating that industry and agriculture can coexist, Bengal Chief Minister Mamata Banerjee today said that the State has 1000 acres of land in Goaltore ready and any investor – whether it is Tata or BMW – is welcome to set up an automobile manufacturing unit there.
She was speaking at Singur Diwas rally. The Chief Minister said had procedures been followed and land not been taken forcibly, Tatas could have set up industry in Bengal.
“We have a land bank and a land use police. We can give 1,000 acres in Goaltore in West Midnapore. We also have land in Panagarh and Howrah. Our message is clear. We want more IT and manufacturing industries in Bengal,” she added.
Mamata Banerjee made it clear that she was not against industry and mentioned that Bengal has been organising Bengal Global Business Summit for the last few years.
সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিল্প বার্তা
শিল্প ও কৃষি একসঙ্গে সহাবস্থান করবে একথা জানিয়ে বাংলার মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাজ্য শিল্পের জন্য প্রস্তুত এবং কোনো বিনিয়োগকারী যদি ইচ্ছুক থাকেন তারা আস্তে পারেন। গোয়ালতোড়ে ১০০০ একর জমি আছে। টাটা বা বিএমডব্লিউ যে কেউ সেখানে অটোমোবাইল উৎপাদন ইউনিট স্থাপন করতে পারেন।
এদিন সিঙ্গুর দিবসের সভামঞ্চ থেকে তিনি বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসরণ করছে সরকার। জোর করে জমি অধিগ্রহণের বিপক্ষে আমরা। টাটারা বাংলায় কারখানা স্থাপন করতে পারেন।
তিনি বলেন, “আমাদের ল্যান্ড ব্যাঙ্ক এবং ল্যান্ড পলিসি আছে। পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ের ১০০০ একর জমি আমরা শিল্পের জন্য দিতে পারি। পানাগড় এবং হাওড়াতেও আমাদের জমি আছে। আমাদের বার্তা স্পষ্ট। আমরা বাংলায় আরো আইটি এবং উত্পাদন শিল্প চাই।”
গত কয়েক বছর ধরে সরকার বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের আয়োজন করছে। মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই শিল্পের বিরুদ্ধে ছিলেন না এদিন সভা মঞ্চ থেকে এই স্পষ্ট বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী।