September 1, 2016
Land in Singur will be returned within time frame set by court: Mamata Banerjee

Land in Singur will be returned within the time frame set by court, Bengal Chief Minister Mamata Banerjee said today.
The Supreme Court Wednesday set aside the land acquired the West Bengal Government in 2006 to facilitate Tata Motors to set up its plant for the Nano car. Calling it a landmark victory, Bengal Chief Minister Mamata Banerjee had said she stands vindicated.
A strategy meeting was held in Nabanna today to discuss the process of return of land. It was attended by various ministers, departmental secretaries, MLAs and advisors to the government.
The survey of the land in Singur will begin tomorrow and will be completed within two weeks, the Chief Minister said. She added that those who did not take the money for compensation will be given their dues, as per court verdict.
The land will be made suitable for agriculture, the Chief Minister said. “We have also decided to give possession to bargadars as per land records before acquisition,” she added.
Click here to read the 10 things Mamata Banerjee said on the Singur Verdict
সময়সীমার মধ্যেই আমরা জমি ফেরত দিয়ে দেব: মুখ্যমন্ত্রী
সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই আমরা জমি ফেরত দিয়ে দেওয়া হবে সিঙ্গুরে, জানালেন মুখ্যমন্ত্রী।
বুধবার এক ঐতিহাসিক রায়ের মাধ্যমে সুপ্রিম কোর্ট জানায়, ২০০৬ সালে টাটা মোটরের ন্যানো কারখানার জন্য সিঙ্গুরে জমি অধিগ্রহণ বৈধ নয়। রাজ্য সরকারকে দ্রুত জমির দখল নিতে নির্দেশ দেয় শীর্ষ আদালত।
সুপ্রিম কোর্টের এই রায়কে যুগান্তকারী ও ঐতিহাসিক জয় বলেছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নবান্নে একটি বৈঠক হয় সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সিঙ্গুরের জমি কীভাবে কৃষকদের ফেরত দেওয়া যায়, তা স্থির করতে।
বৈঠকে স্থির হয় যে কাল থেকে সিঙ্গুরে জমি জরিপের কাজ শুরু হবে যা আগামী ২ সপ্তাহের মধ্যেই শেষ করা হবে। যারা জমির কম্পেন্সেশন নেননি, তাদের আমরা কোর্টের রায় অনুযায়ী ক্ষতিপূরণের টাকা দেব, জানালেন মুখ্যমন্ত্রী।
তিনি আরও বলেন যে সিঙ্গুরের জমি চাষযোগ্য করেই ফেরত দেওয়া হবে। বৈঠকে ও ঠিক হয় যে জমি অধিগ্রহণের আগে বর্গাদারদের যেমন পসেশন ছিল, সেরম ভাবেই জমি দেওয়া হবে।