Latest News

July 6, 2016

WB CM Mamata Banerjee inaugurates Kolkata Rath Yatra

WB CM Mamata Banerjee inaugurates Kolkata Rath Yatra

Like every year, West Bengal Chief Minister Mamata Banerjee today inaugurated the famous Kolkata Rath Yatra organised by ISKCON.

Lakhs of devotees pulled the chariots of the deities – Lord Jagannath, Balaram and Subhadra – on the occasion.

ISKCON is celebrating its golden jubilee this year. The Chief Minister reached the temple at around 11 am, and after a darshan, flagged off the annual journey of the three deities.

The chariots, or raths, moved through the Minto Park crossing, Sarat Bose Road, Hazra Road, SP Mukherjee Road, Ashutosh Mukherjee Road, then on to Exide crossing, JL Nehru Road, Outram Road, to end at Brigade Parade Ground, where daily special darshan of Lord Jagananth from July 7 to 14 has been arranged. Prasad will also be distributed during the darshans.

Cultural programmes, special contests for empowerment, a youth festival, and performances by Russian dancers and a Kolkata-based dance troupe will be held during the week-long festival. Students will hold classes on reducing stress and mental fatigue.

The Ulta Rath Yatra will start at noon on July 14, when the raths will return to the Albert Road temple. During the return journey, the chariots will pass through JL Nehru Road, Esplanade, SN Banerjee Road, CIT Road, Suhrawardy Avenue and Shakespeare Sarani, to finally end on Hungerford Street.

 

কলকাতায় রথযাত্রার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আজ ইস্কনের রথ যাত্রার উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই বছর সুবর্ণজয়ন্তী উদযাপন করছে ইস্কন। সকাল ১১টা নাগাদ ইস্কনের মন্দিরে পৌঁছন মুখ্যমন্ত্রী এবং দর্শনের পর রথের রশি টেনে শুভ সূচনা করেন এই উৎসবের।

মিণ্টো পার্ক, শরৎ বোস রোড, হাজরা রোড, হাজরা ক্রসিং, এস পি মুখার্জি রোড, এটিএম রোড, এক্সাইড ক্রসিং, জওহরলাল নেহেরু রোড, আউট্রাম রোড হয়ে ব্রিগেড প্যারেড গ্রাউণ্ডে যায় রথটি।  ব্রিগেড প্যারেড গ্রাউণ্ডে ৭ই জুলাই থেকে জগন্নাথ দর্শনের ব্যবস্থা করা হবে, যেখানে প্রসাদও বিতরণ করা হবে।

সাংস্কৃতিক অনুষ্ঠান, যুব উত্সব জন্য বিশেষ প্রতিযোগীতা এবং রাশিয়ান নর্তকীদের পারফরমেন্স, সহ কলকাতা-ভিত্তিক নৃত্যোৎসবও অনুষ্ঠিত হয় এই সময়।

শিক্ষার্থীদের মানসিক ক্লান্তি কমানোর ওপর বেশ কিছু প্রশিক্ষণমূলক ক্লাস করানো হয়। আগামী ১৪ই জুলাই দুপুরে ‘উল্টো রথযাত্রা’ শুরু হবে সেখান থেকে যখন আলবার্ট রোড মন্দির ফিরে আসবে রথটি।

উল্টো রথযাত্রার দিন রথটি জওহরলাল নেহেরু রোড, ধর্মতলা, এস এন ব্যানার্জি রোড, সিআইটি রোড, সাদার্ন অ্যাভিনিউ ও শেক্সপিয়ার সরণি দিয়ে যাবে।