April 6, 2016
In its 34 years in power, the Left Front had converted the State into a graveyard: Mamata Banerjee

Mamata Banerjee continued her campaign in the western part of the State today with rallies in the Asansol-Durgapur industrial belt. She addressed Trinamool workers in Barabani, Kulti, Jamuria and Durgapur.
Salient points from her speeches:
On the opposition parties:
Those who are calling me a thief are big dacoits themselves.
They had resorted to slander in Bihar also.
What the result was, we all know.
I participate in all festivals whether it is Kali Puja or Eid or Christmas or Chhat Puja; we do not need to learn about Hinduism from the BJP.
The more canards they resort to, the stronger will Trinamool become.
Some parties resort to divisive religious politics just before elections.
Today Congress has become a signboard of the CPI(M), the party which has left behind a legacy of guns, violence and corpses.
On development:
We have developed schools, hospitals and roads.
What was done in 34 years, we have done much more in four-and-a-half years.
Water-supply project worth Rs 1,200 crore was started for Asansol two years ago and will be completed in next two years.
We have given second language status to Nepali, Hindi, Ol Chiki, Gurmukhi and Urdu.
Over one crore minority-community students have received scholarships.
Kisan-mazdoor bendhe jot
Joraphool-e shob vote
৩৪ বছরে রাজ্যকে শ্মশানে পরিণত করেছে বামফ্রন্ট: মমতা বন্দ্যোপাধ্যায়
আজ রাজ্যের পশ্চিমদিকে অর্থা९ শিল্পাঞ্চলে প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তৃনমূল কর্মীদের উদ্দ্যষ্যে বারাবনি, কুলটি, জামুড়িয়া এবং দুর্গাপুরে সভা করেন।
তৃণমূল নেত্রীর বক্তব্যের কিছু বিষয়ঃ
শীঘ্রই নতুন জেলা, নতুন শিল্পনগরী হবে আসানসোল
আসানসোলে পানীয় জল সরবরাহ প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র, আমরা টাকা দিয়ে সেই প্রকল্পের কাজ চালু রেখেছি
বিহারেও তো অনেক কুৎসা করল, কিন্তু ফল কি হল
সিপিএমএর লোকেরা ৩৪ বছর ক্ষমতায় ছিল, কিছু করেনি, চারদিকে শুধু নরকঙ্কাল
কংগ্রেসের ঠিকানা এখন সিপিএম, সিপিএমএর সাইনবোর্ড এখন কংগ্রেস
আমরা স্কুল-কলেজ, হাসপাতাল, রাস্তা সব কিছুর উন্নতি করেছি, ৩৪ বছরে এসব কিছু হয়নি
ওরা যত কুৎসা করবে তৃণমূল তত শক্তিশালী হবে
কিছু কিছু দল মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে
আমরাও হিন্দু, বিজেপির থেকে শিখতে হবে না
আমি সব ধর্মের সব পার্বণে যাই, কালী পুজাই হোক কিংবা ঈদ ও ছট পুজায়
২ বছর আগে আসানসোলের জন্য ১২০০ কোটি টাকার জল প্রকল্প শুরু করেছি
১ কোটিরও বেশি সংখ্যালঘু ছাত্রছাত্রীরা স্কলারশিপ পেয়েছে
নেপালি, হিন্দি, অলচিকি, গুরুমুখী ও উর্দুকে আমরা দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছি
কিষাণ-মজদুর বেঁধে জোট,
জোড়াফুলে সব ভোট।।